ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

প্রকাশিত: ০৩:৪৪, ১৬ এপ্রিল ২০১৭

জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

বিতর্কিত ইসলামী প্রচারক ও টিভি বক্তা জাকির নায়েককে ফেরাতে তৎপরতা শুরুর কথা জানিয়েছে ভারত। বর্তমানে সৌদি আরবে অবস্থান করা জাকির নায়েকের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুম্বাই আদালত। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিচারিক কার্যক্রমে সহায়তার কথা বলে এবার এই বিতর্কিত ব্যক্তিকে দেশে ফেরাতে সৌদি আরবের সঙ্গে যোগাযোগ করা হবে। খবর টাইমস অব ইন্ডিয়ার। সংবাদ মাধ্যম ফার্স্টপোস্ট নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ভারত-আফগানিস্তানের মধ্যে থাকা বন্দী বিনিময় চুক্তির আওতায় জাকির নায়েককে ফেরানোর চেষ্টা করা হবে। গত বছরের ডিসেম্বরে জাকির নায়েক ও অন্যদের বিরুদ্ধে বেআইনী কার্যক্রম প্রতিরোধ আইনের আওতায় একটি ফৌজদারী মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ ঘটনায় তাকে সমন পাঠানো হয়। তবে গ্রেফতার এড়াতে তিনি সৌদি আরবে অবস্থান করছেন। এনফোর্সমেন্ট অধিদফতরের বরাত দিয়ে আইএএনএস জানিয়েছে, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও নায়েকের পরিবারের সদস্যদের এ্যাকাউন্টে অবৈধভাবে আসা ২০০ কোটি রুপি লেনদেনের ট্রানজেকশনের তথ্য পাওয়া গেছে। নায়েক বিভিন্ন ভুয়া কোম্পানি খুলে তার মাধ্যমে ওই এনজিও’র এ্যাকাউন্ট থেকে অর্থ স্থানান্তর করতেন বলে ভারতীয় কর্মকর্তারা অভিযোগ করে আসছেন। মামলায় বারবার তলবের পরও হাজির না হওয়ায় ভারতের বিতর্কিত টিভি বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। তরুণদের জঙ্গীবাদে উস্কানি দেয়ার অভিযোগের মুখে থাকা নায়েকের বিরুদ্ধে বৃহস্পতিবার অজামিনযোগ্য এ পরোয়ানা জারি করা হয়। আইএএনএস জানিয়েছে, নায়েকের বিরুদ্ধে পরোয়ানা জারির পর বিচারিক কার্যক্রমে সহায়তার অনুরোধ জানিয়ে সৌদি আরবে চিঠি পাঠাবে ভারত। দেশটির অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের এনফোর্সমেন্ট অধিদফতর এজন্য আদালত থেকে অনুরোধপত্র জোগাড় করার চেষ্টা করছে।
×