ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে রুশ যোগাযোগ ফাঁস করে ব্রিটিশ গোয়েন্দারা

প্রকাশিত: ০৩:৪৪, ১৬ এপ্রিল ২০১৭

ট্রাম্পের সঙ্গে রুশ যোগাযোগ ফাঁস করে ব্রিটিশ গোয়েন্দারা

গত বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচার শিবিরের সঙ্গে রাশিয়ার সংশ্লিষ্টতার বিষয়টি মার্কিন গোয়েন্দাদের নজরে প্রথম এনেছিল যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর গার্ডিয়ানের। জিসিএইচকিউ নামের একটি গোয়েন্দা সংস্থা ২০১৫ সালের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও সন্দেহভাজন রুশ গোয়েন্দাদের যোগাযোগের বিষয়টি প্রথম জানতে পারে। নিয়মিত তথ্যের আদান-প্রদান কর্মসূচীর অংশ হিসেবে বিষয়টি মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোকে জানানো হয়েছিল। ২০১৬ সালের গ্রীষ্মের আগ পর্যন্ত ছয় মাসেরও বেশি সময় ট্রাম্পের কাছের লোকজন ও রুশ গোয়েন্দাদের যোগাযোগের বিষয়ে আরও তথ্য একাধিক পশ্চিমা গোয়েন্দা সংস্থা নিজেদের মধ্যে চালাচালি করেছে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানি, নেদারল্যান্ড, ফ্রান্স, এস্তোনিয়া ও পোল্যান্ড এ সংক্রান্ত তথ্য আদান প্রদান করেছে। এমনকি গোয়েন্দা জোট ফাই আইসের সদস্য অস্ট্রেলিয়াও এ সংক্রান্ত তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর কাছে পাঠিয়েছিল। তবে এ ব্যাপারে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা ছিল একেবারেই ধীর গতির। তাদের কাছে ইউরোপীয় গোয়েন্দা সংস্থাগুলো বার্তা পাঠিয়েছিল- ‘নজর রাখুন। কিছু গড়বর হচ্ছে।’ গোয়েন্দা সূত্রের একটি বিবরণে জানা গেছে, ব্রিটিশ গোয়েন্দা সংস্থা জিসিএইচকিউ-এর তৎকালীন প্রধান রবার্ট হ্যানিংগ্যান ২০১৬ সালের গ্রীষ্মে সিআইএ প্রধান জন ব্রেনানের কাছে ট্রাম্পের লোকজন ও রুশ গোয়েন্দা সংস্থাগুলোর যোগাযোগের বিষয়ে বেশ কিছু তথ্য পাঠানো হয়েছিল। ওই তথ্যগুলো এতোটাই স্পর্শকাতর ছিল যে, এগুলো সংস্থার পরিচালক পর্যায়ের কর্মকর্তারা বিষয়টি জানতেন কেবল। দেরিতে হলেও বারনান আন্তঃগোয়েন্দা সংস্থা তদন্তের জন্য জিসিএইচকিউ-এর তথ্যগুলো অন্য সংস্থাগুলোর সঙ্গে ভাগাভাগি করেছিলেন। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত বারনান মার্কিন সিনেট গ্যাং অব এইট হিসেবে পরিচিত শীর্ষ ডেমোক্রেট ও রিপাবলিকান নেতাদের কাছে বেশ কিছু গোপন নথি উপস্থাপন করেন। তিনি তাদের জানিয়েছিলেন, ট্রাম্পকে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী করতে ক্রেমলিন হয়ত চেষ্টা করছে। গত বছর নবেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর রুশ গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে তার প্রচারণা শিবিরের যোগাযোগের বিষয়ে মুখ খোলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তবে ট্রাম্প ও রাশিয়া এ দাবিকে নাকচ করে দিয়েছেন।
×