ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলার অপচেষ্টায় কেউ সফল হতে পারবে না ॥ হাছান মাহমুদ

প্রকাশিত: ০৮:৩৭, ১৪ এপ্রিল ২০১৭

সংস্কৃতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলার অপচেষ্টায় কেউ সফল হতে পারবে না ॥ হাছান মাহমুদ

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পহেলা বৈশাখে শোভাযাত্রা আলপনা আঁকা এটি আমাদের সংস্কৃতিরই অংশ। সংস্কৃতির সঙ্গে ধর্মকে গুলিয়ে ফেলার অপচেষ্টা চালিয়ে কেউ সফল হতে পারবে না। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রধানমন্ত্রীর ভারতীয় সফর সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। হাছান মাহমুদ বলেন, বৈশাখ উপলক্ষে আবহমান বাংলায় যুগ যুগ ধরে বৈশাখী মেলা হচ্ছে, শোভাযাত্রা হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা আলপনা আঁকছে। যারা এসব নিয়ে প্রশ্ন তোলে তারা অজ্ঞতাপ্রসূতই তোলে এবং ধর্মের সঠিক ব্যাখ্যা তাদের জানা নেই। তিনি আরও বলেন, পৃথিবীর অন্য মুসলিম দেশগুলোতে তাদের ইতিহাস-ঐতিহ্য অনুযায়ী উৎসব পালন করা হয়। আমাদের দেশেও পহেলা বৈশাখ উপলক্ষে উৎসব হয় এবং এবারও হবে। এবারের বৈশাখী উৎসবে বাঙালীর বাঁধ ভাঙ্গা জোয়ার নামবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ভেদাভেদ ভুলে বরাবরের ন্যায় এবারও সবাই উৎসবে অংশগ্রহণ করবে। আর যারা এটি নিয়ে কথা বলে, তারা আমাদের অসাম্প্রদায়িক চেতনাকে নষ্ট করতে চায়। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া চুক্তি আর এমওইউ-এর মধ্যে পার্থক্য বোঝেন না।
×