ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

সন্ত্রাস দমনে ঢাকাকে পাশে চায় মস্কো

প্রকাশিত: ০৮:০৬, ১৪ এপ্রিল ২০১৭

সন্ত্রাস দমনে ঢাকাকে পাশে চায় মস্কো

জনকণ্ঠ ডেস্ক ॥ সন্ত্রাস দমনে বাংলাদেশকে পাশে চায় রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তার এই অবস্থানের কথা তুলে ধরেন। রাশিয়া সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠকে দুদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যুসহ সন্ত্রাসবাদ দমনে ঢাকা-মস্কোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। খবর বাসস ও ওয়েবসাইট। বৈঠক শেষে টেলিকম ও যোগাযোগ এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও ইতার-তাসের মধ্যে সহযোগিতা সংক্রান্ত দুটি সমঝোতা স্মারক সই হয়। বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সংবাদ বিনিময় ও গণমাধ্যম সহযোগিতার ব্যাপারে দুটি এমওইউ স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে প্রথম এমওইউ স্বাক্ষর হয় রাশিয়ার টেলিযোগাযোগ ও গণযোগাযোগমন্ত্রী নিকোলাই নিকিফোরভ এবং বাংলাদেশের তথ্য সচিব মর্তুজা আহমদের মধ্যে। অপর এমওইউ স্বাক্ষর হয় বাসসর প্রধান বার্তা সম্পাদক আনিসুর রহমান ও তাসের ডেপুটি চীফ এডিটর মারাত আবুল খাতিনের মধ্যে। উভয় মন্ত্রী এবং দু’দেশের সরকারের সিনিয়র কর্মকর্তাগণ স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। পরে দুই পররাষ্ট্রমন্ত্রী যৌথ বিবৃতি দেন। লাভরভ বলেন, জাতিসংঘ ও এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মতো আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পারস্পরিক সমন্বয় এবং যোগাযোগ বজায় রাখতে দুই দেশ রাজি হয়েছে। আর সকল প্রকার সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন মাহমুদ আলী। এদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাশিয়ার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী। রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভকে বাংলাদেশ সফরে আসতে শেখ হাসিনার আমন্ত্রণপত্র সের্গেই লাভরভের কাছে পৌঁছে দেন মাহমুদ আলী।
×