ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাল আবার পরমাণু পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ এপ্রিল ২০১৭

কাল আবার পরমাণু পরীক্ষা করতে পারে উত্তর কোরিয়া

মার্কিন সামরিক কর্মকর্তা মনে করছেন, উত্তর কোরিয়া সুড়ঙ্গে পরমাণু বোমা স্থাপনের কাজ শেষ করেছে এবং আগামী শনিবারের মধ্যে এ বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটাতে পারে। দেশটির প্রতিষ্ঠাতা কিম ইল সুং এর ১০৫তম জন্মবার্ষিকী শনিবার তারা এটি করতে পারে। দিনটিকে তার ‘সূর্য দিবস’ হিসেবে পালন করে থাকে। ডেইলি মেইল। বৃহস্পতিবার দেশটিতে অবস্থিত বিদেশী সাংবাদিকদের জানানো হয়েছে যে দেশটিতে একটি বড় ধরনের ঘটনা ঘটতে চলেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন যখন তুঙ্গে তখন এ ঘোষণা দেয়া হলো। আর এর ভিত্তিতে দেশটি পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা জোরদার হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক ৩৮ নর্থ জানিয়েছে, উত্তর কোরিয়ার পাংগি-রি পরমাণু পরীক্ষা কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতা চলছে। গত কয়েক সপ্তাহ ধরে এ তৎপরতা চলছে বলে জানানো হয়েছে।
×