ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ॥ গুগল সার্চে রেকর্ড

প্রকাশিত: ০৫:৪৬, ১৪ এপ্রিল ২০১৭

তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা ॥ গুগল সার্চে রেকর্ড

মার্কিন প্রেসডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়া এবং উত্তর কোরিয়াকে কেন্দ্র করে তৃতীয় যুদ্ধের আশঙ্কা বেড়েছে। ইন্টারনেটে সার্চ জায়ান্ট গুগলে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ নিয়ে সার্চ রেকর্ড পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এছাড়া ‘ট্রাম্প যুদ্ধ’ এবং ‘সিরিয়া যুদ্ধ’ নিয়ে সার্চেরও রেকর্ড হয়েছে। পাশাপাশি বাড়ছে ‘পরমাণু যুদ্ধ’ নিয়ে সার্চ। ইনফোওয়ারস নামের ওয়েবসাইট এ তথ্য দিয়েছে। খবর ইরনার। কোরিয়া উপদ্বীপের দিকে বিমানবাহী রণতরী কার্ল ভেনসন অগ্রসর হচ্ছে। এর সঙ্গে জাপানের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া করবে। এ মাসের ৭ তারিখ সিরিয়ায় যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে বিশ্বজুড়ে যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। চীন উত্তর কোরিয়ার সীমান্তে দেড় লাখ সেনা মোতায়েন করছে বলে খবর প্রচারিত হয়েছে। অবশ্য বেজিং এ খবরের সত্যতা অস্বীকার করেছে। ২০০৪ সালের পর এবারই প্রথম তৃতীয় মহাযুদ্ধ নিয়ে সার্চ গুগলে রেকর্ড সৃষ্টি হয়েছে। ২০০৬ সালের পর এই প্রথম যুদ্ধ সংক্রান্ত বিষয়ে সার্চে রেকর্ড সৃষ্টি হলো। ২০০৬ সালে উত্তর কোরিয়া দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার পর যুদ্ধ নিয়ে ব্যাপক সার্চ করা হয়েছিল।
×