ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কথা স্বীকার করলেন পুতিন

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ এপ্রিল ২০১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার কথা স্বীকার করলেন পুতিন

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্ক সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। বুধবার রাশিয়ার সরকারী টেলিভিশনে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। খবর বিবিসির। ট্রাম্প ক্ষমতায় আসার পর ওয়াশিংটনের সঙ্গে মস্কোর সম্পর্কের অবস্থা নিয়ে পুতিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আস্থার জায়গা বিশেষ করে সামরিক পর্যায়ে সেটির কোন উন্নতি হয়নি। বরং সম্পর্কের আরও অবনতি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করে আসছে, প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে বিজয়ী করতে সহযোগিতা করেছিলেন পুতিন। তবে পুতিন ও ট্রাম্প উভয়েই এই অভিযোগ অস্বীকার করেছেন। সিরিয়ায় সম্প্রতি রাসায়নিক হামলা এবং এর জের ধরে দেশটিতে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে তীব্র উত্তেজনা চলছে। ওই হামলায় শিশুসহ ৮৭ জন মারা যান। এর জন্য যুক্তরাষ্ট্র বাশার আল আসাদ সরকারকে দায়ী করেছে। অন্যদিকে দামেস্কের মিত্র রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে রাসায়নিক বিস্ফোরণের জন্য বিদ্রোহীদের দায়ী করছে। সিরিয়ার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করা হলে পুতিন বলেন, সিরিয়া তাদের রাসায়নিক অস্ত্রভা-ার নষ্ট করে ফেলেছে।
×