ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের ইউটার্ন

চীন মুদ্রা কারসাজি করেনি

প্রকাশিত: ০৫:৪৫, ১৪ এপ্রিল ২০১৭

চীন মুদ্রা কারসাজি করেনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার প্রশাসন চীনকে মুদ্রা কারসাজি হিসেবে আখ্যা দেবে না। এ মন্তব্যের মাধ্যমে তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট একইসঙ্গে জ্যানেট ইয়েলেনের পুনরায় ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে নিয়োগ দেয়ার সম্ভাবনা উড়িয়ে দেননি। যদিও তিনি এর আগে তার সমালোচনা করেছিলেন। চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে বৈঠকের কয়েকদিন পর তিনি এই মন্তব্য করলেন। খবর বিবিসির। মার্কিন পণ্যের সঙ্গে নিজেদের পণ্য রফতানিকে অধিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ইউওয়ানের অবমূল্যায়ন করার জন্য চীনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারের সময় ট্র্রাম্প চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যক সম্পর্ককে তুলনা করে বলেছিলেন, চীন তার দেশকে ধর্ষণ করছে। ট্রাম্প আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে বসার প্রথমদিনই অঙ্গীকার করেন, তিনি চীনকে মুদ্রা জালিয়াতকারী হিসেবে চিহ্নিত করবেন। এই ঘটানা দুই দেশকে আলোচনার টেবিলে বসাতে উদ্বুদ্ধ করে এবং সম্ভাব্য মার্কিন নিষেধাজ্ঞাকে ত্বরিত করে। তবে এর প্রতিফল সম্পর্কে বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন। তবে বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের সঙ্গে সাক্ষাতকারে ট্রাম্প বলেন, চীন মুদ্রা কারসাজি করেনি এবং তারা আরও বেশি ক্ষতির হাত থেকে রক্ষার চেষ্টা করেছিল। তিনি আরও বলেন, আমি মনে করছি আমাদের ডলার আরও শক্তি অর্জন করছে। আংশিকভাবে ওটাই আমার দোষ, কারণ জনগণের আমার প্রতি আস্থা আছে। ট্রাম্প আরও বলেন যে, শক্তিশালী ডলারের অনেক সুবিধা আছে। তবে চূড়ান্ত পর্যায়ে এটা যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। যখন আপনার শক্তিশালী ডলার থাকবে এবং অন্য দেশগুলো তাদের মুদ্রার অবমূল্যায়ন করবে, তখন প্রতিদ্বন্দ্বিতা করা খুবই কঠিন বলেও তিনি মন্তব্য করেন। অতীতে ইয়েলেনের কর্মকা-ের ব্যাপক সামালোচনায় মুখোর ট্রাম্প বলেন, ফেডারেল রিজার্ভের নিম্ন সুদের হার সঞ্চয়কারীদের ক্ষতিগ্রস্ত করেছিল। তিনি সে সময় উল্লেখ করেন যে, তিনি ইয়েলেনকে দ্বিতীয় মেয়াদে অনুমোদন দিতে চান না। ইয়েলেনের বর্তমান মেয়াদ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে শেষ হবে। তবে বুধবারের সাক্ষাতকারে ট্রাম্প বলেন, বর্তমানে নিম্ন সুদের হারের নীতি তার মনে ধরেছে এবং ফেডারেল রিজার্ভের প্রধানকেও সম্মান করছেন। তিনি একইসঙ্গে বলেন, তিনি ইয়েলেনের বর্তমান মেয়াদ শেষ হওয়ার পরই তাকে বাহবা দিতে চান না। এটা খুব দ্রুত হয়ে যাবে বলেও তিনি মন্তব্য করেন। ট্রাম্পের প্রশাসনকে এও বলা হয়েছিল ফেডারেল বোর্ডের তিনটি খালি পদে নিয়োগ দেয়ার কাছাকাছি পৌঁছে গেছেন ফেডারেল রিজার্ভ। এদিকে শনিবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সংয়ের জন্মদিনকে ঘিরে উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালালে তা নস্যাৎ করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এই সম্ভাবনাকে সামনে রেখে কোরীয় উপদ্বীপের দিকে রওনা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিমানবাহী রণতরী বহর। জাপানী যুদ্ধজাহাজ যুক্তরাষ্ট্রের এই বহরের সঙ্গে যোগ দেবে বলে ঘোষণা দেয়া হয়েছে। এ নিয়ে কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের অঞ্চলে চাপা উত্তেজনা বিরাজ করছে। এ পরিস্থিতিতে শান্তিপূর্ণভাবে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে চীন। বিষয়টি নিয়ে জিন পিং বুধবার টেলিফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। ট্রাম্প উত্তর কোরিয়া নিয়ে তাদের আলোচনাকে ‘খুব ভাল’ বলে উল্লেখ করলেও দারকার হলে চীনকে ছাড়াই সঙ্কট সামাল দেয়ার জন্য যুক্তরাষ্ট্র তৈরি আছে বলে মন্তব্য করেছেন।
×