ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বটমূলে বর্ষবরণের ৫০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান শেষ

প্রকাশিত: ০৫:৪১, ১৪ এপ্রিল ২০১৭

বটমূলে বর্ষবরণের ৫০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান শেষ

স্টাফ রিপোর্টার ॥ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের মাধ্যমেই নাগরিক জীবনে নববর্ষ উদ্যাপনের সূচনা হয়। ১৯৬৭ সালে বৈরী পরিবেশে পাক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে রমনা বটমূলে অনুষ্ঠিত হয়েছিল বর্ষবরণের প্রথম আয়োজনটি। বর্ষবরণের সেই অনুষ্ঠানটি এবার পদার্পণ করছে ৫০ বছরে। আর বর্ষবরণের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ছায়ানট। বৃহস্পতিবার শেষ হলো বিশেষ অনুষ্ঠানটি। বিদায়ী বছরের শেষদিনের সন্ধ্যায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ধানম-ির ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনায়তনে। এদিনের আয়োজনে স্মরণ করা হয় ২০০১ সালে বটমূলের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় নিহত নিরীহ দর্শক-শ্রোতাকে। সংস্কৃতিকে ভালবেসে প্রাণ হারানো মানুষকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে প্রদীপ প্রজ্বলন করা হয়। তাদের স্মরণে ছিল বিশিষ্টজনদের আলোচনা। সেই সঙ্গে সুরের আশ্রয়ে জানানো হয় ভালবাসা। এছাড়াও অনুষ্ঠানে প্রকাশ করা হয় বটমূলে ছায়ানটের বর্ষবরণের ৫০ বছরের অভিযাত্রার স্মরণিকা। এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন ড. মু. ফরাসউদ্দিন। আলোচনায় অংশ নেন ছায়ানটের কার্যনির্বাহী সভাপতি ডাঃ সারওয়ার আলী এবং কালি ও কলম সম্পাদক আবুল হাসনাত। সভাপতিত্ব করেন ছায়ানট সভাপতি সন্্জীদা খাতুন। পাঁচ দিনব্যাপী ফোকলোর কর্মশালার উদ্বোধন বাংলা একাডেমির আয়োজনে বৃহস্পতিবার থেকে শুরু হলো পাঁচ দিনব্যাপী আন্তর্জাতিক ফোকলোর কর্মশালা ‘চতুর্থ ফোকলোর সামার স্কুল’। বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘সামাজিক পরিবর্তন ও ফোকলোর’ শীর্ষক এই ফোকলোর সামার স্কুলের উদ্বোধন করেন ভারতের অসম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক তপোধীর ভট্টাচার্য। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফোকলোরবিদ অধ্যাপক ফ্রাঙ্ক জে কোরম, ভারতের গবেষক জহর সরকার, ভারতের ফোকলোরবিদ অধ্যাপক জওহরলাল হা-ু, ড. অসীমানন্দ গঙ্গোপাধ্যায় এবং সুদীপ্ত চট্টোপাধ্যায়। স্বাগত বক্তব্য রাখেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। কর্মশালার বিষয়ে সূচনা বক্তব্য রাখেন একাডেমির ফোকলোর, জাদুঘর ও মহাফেজখানা বিভাগের পরিচালক শাহিদা খাতুন এবং স্কুলের ধারণাপত্র উপস্থাপনা করেন ড. ফিরোজ মাহমুদ। সভাপতিত্ব করেন অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বক্তারা বলেন, ফোকলোর কেবল তাত্ত্বিক আলোচনার পরিসর নয় বরং প্রায়োগিকতায় বিশ্বাসী। তাই লোকশ্রুতি-লোকস্মৃতি ইত্যাদি লোকপরম্পরায় ক্ষেত্রসমীক্ষায় ঋদ্ধ হয়ে ফোকলোর আমাদের সামগ্রিক বিদ্যাভা-ারকে সমৃদ্ধ করে চলে। তারা বলেন, বাংলাদেশে বাংলা একাডেমি ফোকলোরকে যুগপৎ তত্ত্ব ও প্রয়োগপ্রধান জ্ঞানকা- হিসেবে গণ্য করে কয়েক দশক ধরে সার্থকভাবে চর্চা করে যাচ্ছে যা গোটা দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতেও দৃষ্টান্তযোগ্য বিষয়। বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, ফোকলোরের সূত্রে বাংলা সংস্কৃতি আজ বিশ্বময় ছড়িয়ে পড়েছে। জীবনযাপনের মধ্য দিয়ে অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আমাদের ফোকলোরকে যেভাবে বিশ্বসভায় তুলে ধরতে পেরেছি তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাঁচ দিনব্যাপী এই সামার স্কুলে ১৫ ফোকলোর শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। এই স্কুলে দেশ-বিদেশের ফোকলোরবিদরা ক্লাস নেবেন। স্কুলের সমন্বয়কারী হিসেবে আছেন ড. ফিরোজ মাহমুদ এবং সামার স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শাহিদা খাতুন।
×