ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবি ভিসি চত্বরের স্মৃতিস্তম্ভের নামফলক মুছে দিল দুর্বৃত্তরা

প্রকাশিত: ০৫:৩৫, ১৪ এপ্রিল ২০১৭

ঢাবি ভিসি চত্বরের স্মৃতিস্তম্ভের নামফলক মুছে দিল দুর্বৃত্তরা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে গ্রীক দেবীর মূর্তি নিয়ে সারাদেশে যখন বিতর্ক তুঙ্গে, ঠিক সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তন স্মৃতিস্তম্ভের নামফলকের অর্ধেকটা মুছে ফেলেছে দুর্বৃত্তরা। স্মৃতিস্তম্ভটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থিত। বুধবার বিকেলে সরেজমিন দেখা যায়, স্মৃতিস্তম্ভটির সাদা রং দিয়ে ইংরেজী অক্ষরে লেখা ‘মেমোরি ইটারনাল’-এর অর্ধেক অংশ মুছে ফেলা হয়েছে। একই সঙ্গে স্মৃতিস্তম্ভটির উদ্বোধনের তথ্যও মুছে ফেলা হয়েছে। মুক্তিযুদ্ধের গণহত্যা এবং শহীদদের আত্মত্যাগের নিদর্শনস্বরূপ তৈরি করা হয় স্মৃতিস্তম্ভটি। ২০১৫ সালের ১৭ জুন দীর্ঘ প্রায় এক বছর সংস্কারকাজ শেষে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় এটি। এখানে মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের নামের তালিকা রয়েছে। পানির ফোয়ারা এবং মনোমুগ্ধকর পরিবেশের জন্য বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের কাছে দর্শনীয় জায়গায় পরিণত হয়েছে এটি। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলীকে ফোন করলে তিনি রিসিভ করেননি। জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, স্মৃতিস্তম্ভের নামফলকের মুছে ফেলার জায়গাটা আমরা পরিষ্কার করে দিয়েছি। এখন নামফলকটি দেখতে কোন সমস্যা নেই। তবে আমরা বিষয়টি দেখছি। কে বা কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
×