ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৫:২৪, ১৪ এপ্রিল ২০১৭

টুকরো খবর

দুর্গত এলাকা ঘোষণার দাবিতে বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ১৩ এপ্রিল ॥ সুনামগঞ্জকে দুর্গত এলাকা ঘোষণা দুর্নীতির সঙ্গে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবিতে পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করেছে ‘হাওড় বাঁচাও কৃষক বাঁচাও’ আন্দোলনের ব্যনারে হাজার হাজার কৃষক-জনতা। বৃহস্পতিবার সকাল থেকে বিক্ষোভ মিছিল সহকারে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে জমায়েত হয়ে দুপুর ১২টায় ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রতিবাদ সমাবেশ করে। ‘হাওড় বাঁচাও কৃষক বাঁচাও’ আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেনÑ কৃষক, মুক্তিযোদ্ধা, আইনজীবী, সাংবাদিক, ব্যাবসায়ী, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণী-পেশার লোকজন। মাদ্রাসার অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১৩ এপ্রিল ॥ গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মোঃ জালাল উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে মানববন্ধন ও সমাবেশ করেছেন ওই মাদ্রাসা মার্কেটের ব্যবসায়ী ও মাদ্রাসার শিক্ষক সমাজ। তারা বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের বঙ্গবন্ধু সড়কে মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বাজার কমিটির সদস্য কয়েস আহম্মেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আক্রামুজ্জামান আকরাম, আলিয়া মাদ্রাসা-সমজিদের ইমাম আবদুল ওয়াহাব, ছাত্রলীগ নেতা নিউটন মোল্লা প্রমুখ বক্তব্য রাখেন। রামেক হাসপাতালে কয়েদির মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদুল (২৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয়। রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহাঙ্গীর আলম জানান, ইমদাদুল নাটোরের লালপুর উপজেলার ধনঞ্জয়পাড়ার বাসিন্দা। ৯ এপ্রিল নাটোর কারাগার থেকে চিকিৎসার জন্য ইমদাদুলকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার তিনি মারা যান। পাঁচ বাড়ি ভস্মীভূত স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ নগরীর দরগাপাড়া এলাকায় অগ্নিকা-ে পাঁচটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হযরত শাহমখদুম (র) দরগাসংলগ্ন এলাকায় কোরবান আলীর বাড়ির ভাড়াটিয়া হামিমের ঘরে ইলেক্ট্রিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন আশপাশের আরও পাঁচটি বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। রাজশাহী দমকলবাহিনী সূত্র জানায়, ধারণা করা হচ্ছে, অগ্নিকা-ে ক্ষতির পরিমাণ দুই থেকে তিন লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে। মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর বাঘায় মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিয়েছেন পিতা। বৃহস্পতিবার সকালে বাবা পুলিশ ডেকে ধরিয়ে দেন। মাদকাসক্ত ওই ছেলের নাম সাক্কাত আলী। সে উপজেলার চকনারায়ণপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে। বাঘা থানার ওসি আলী মাহমুদ জানান, বৃহস্পতিবার সকালে নেশার টাকা না পেয়ে ঘরের আসবাবপত্র ভাংচুরসহ অশ্লীল ভাষায় গালাগালি শুরু করলে তার বাবা পুলিশে খবর দেন। পরে বাঘা থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মির্জাপুরে শিব পূজা অনুষ্ঠিত নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১৩ এপ্রিল ॥ উৎসবের আমেজে মির্জাপুরে শিব গৌরি পূজা অনুষ্ঠিত হয়েছে। শিবপূজা ও চৈত্র উৎসবের অংশ হিসেবে বৃহস্পতিবার গ্রামের হিন্দু পাড়া মহল্লায় এ পূজা অনুষ্ঠিত হয়েছে। শিব গৌরি পূজাকে কেন্দ্র করে পূজারী ভক্ত বা সন্যাসীরা শিব গৌরি বা শিব পার্বতী ও নারদসহ বিভিন্ন দেব দেবী সেজে বৃহস্পতিবার সকাল থেকে নানা ঢঙে নেচে গেয়ে মাগন বা অর্থকড়ি তুলছেন।
×