ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কাউন্সিলরদের সাংবাদিক সম্মেলন

চট্টগ্রামে সাবেক মেয়রের বক্তব্য ঠিক নয়

প্রকাশিত: ০৫:২৩, ১৪ এপ্রিল ২০১৭

চট্টগ্রামে সাবেক মেয়রের বক্তব্য ঠিক নয়

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে নিয়ে সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর দেয়া বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও বানোয়াট আখ্যায়িত করেছেন কর্পোরেশনের কাউন্সিলররা। বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা বলেনÑ সাবেক মেয়র গঠনমূলক সমালোচনা, উপদেশ কিংবা তথ্যভিত্তিক ভুল ধরিয়ে না দিয়ে লালদীঘি মাঠের প্রকাশ্য জনসভা থেকে যে বক্তব্য রেখেছেন তা শিষ্টাচারের মধ্যে পড়ে না। তিনি সিটি কর্পোরেশনের বিরুদ্ধে এমন কিছু অভিযোগ এনেছেন, যা বিভ্রান্তিকর এবং আইন বিরুদ্ধ বানোয়াট অপপ্রচার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চসিকের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি। উপস্থিত ছিলেন কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলরবৃন্দ। বক্তব্যে তারা সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বক্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, এর আগে সতেরো বছর মেয়রের দায়িত্বকালে চসিকের অসংখ্য পদে আত্মীয়স্বজন এবং অস্থায়ী লোক দিয়ে গেছেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। নিয়মনীতির তোয়াক্কা না করে অনেকের নিয়োগ স্থায়ী করা হয়েছে, যার দলিল ও প্রমাণাদি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখায় রয়েছে। এছাড়াও চসিকের জায়গায় অপরিকল্পিতভাবে স্থাপনা নির্মাণের কারণে আবাসিক ও বাণিজ্যিক খাতে সুফল আসেনি। এছাড়া ওষুধ কারখানা, রং তৈরির কারখানা, টিউবলাইট কারখানা, লাকড়ি তৈরির কারখানা, বিদ্যুত উৎপাদন প্ল্যান্ট ও পানি উৎপাদন কারখানাসহ অসংখ্য প্রতিষ্ঠান অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে যেগুলোর কোন অনুমোদন ছিল না। ফলে প্রতিষ্ঠানগুলো লাভজনক হিসেবে আলোর মুখ দেখেনি। নর্দান ভার্সিটিতে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার নতুন বর্ষ ১৪২৪-কে বরণ করার জন্য নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ বর্ষবরণ উৎসব উদ্যাপন করল। বাংলার ঐতিহ্যবাহী নানারকম উপকরণে সাজানো নর্দান ইউনিভার্সিটি ক্যাম্পাস আনন্দমুখর হয়ে উঠেছিল ছাত্রছাত্রীদের পরিবেশিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত গায়ক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সদস্য ও মুক্তিযুদ্ধের সংগঠক আপেল মাহমুদ। অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপ-উপাচার্য ও বিশিষ্ট লালন গবেষক প্রফেসর ড. আনোয়ারুল করীম ও ট্রেজারার আনোয়ার হোসাইন, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়ক পরিচালক লে. কর্নেল (অব) একতেদার আহমেদ সিদ্দিকী ও রেজিস্ট্রার রাশিদুল ইসলামসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×