ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গৃহবধূ ও বৃদ্ধসহ চার লাশ উদ্ধার

প্রকাশিত: ০৫:২২, ১৪ এপ্রিল ২০১৭

গৃহবধূ ও বৃদ্ধসহ চার লাশ উদ্ধার

জনকণ্ঠ ডেস্ক ॥ মাদারীপুরে গৃহবধূ, নওগাঁয় অটোচালক, লক্ষ্মীপুরে বৃদ্ধ ও পিরোজপুরে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। খবর নিজস্ব সংবাদদাতাদের। মাদারীপুর ॥ রাবেয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের পর শ^াসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত স্বামী মামুন ফকির। বৃহস্পতিবার সকালে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতিকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া মাদারীপুর শহরের শকুনী মৌজার আলমগীর মুন্সির মেয়ে। জানা গেছে, ২ বছর আগে রাজৈর উপজেলার হোসেনপুর ইউনিয়নের তাঁতিকান্দা গ্রামের কুটি ফকিরের ছেলে মামুন ফকিরের সঙ্গে বিয়ে হয় রাবেয়ার। বিয়ের পর দু’জনের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে বুধবার রাতে রাবেয়াকে শারীরিক নির্যাতন করে মামুন। পরে গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাবেয়াকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসাপতালে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রাবেয়ার মৃত্যু হলে হাসপাতাল থেকে পালিয়ে যায় স্বামী মামুন ফকির। নওগাঁ ॥ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে রাণীনগরে মতিয়ার রহমান (৪০) নামে এক অটোচার্জার চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার এনায়েতপুর গ্রামের একটি বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মতিয়ার রহমান উপজেলার আতাইকুলা গ্রামের দুলু সরদারের ছেলে। নারীঘটিত কোন কারণে তাকে প্রাণ দিতে হয়েছে বলে পুলিশ ও স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে। জানা গেছে, বুধবার বাড়ি থেকে প্রতিদিনের মতো ভাড়ায় চালিত অটোচার্জার নিয়ে বেরিয়ে যান মতিয়ার। বিকেলে উপজেলার কাশিমপুর বাজার এলাকায় একটি বয়লারে পিকনিকে অংশগ্রহণ করবেন বলে জানিয়ে রাতে আর বাড়িতে ফিরেননি। সকালে এনায়েতপুর গ্রামের জিল্লুর রহমানের বাড়ির পাশে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। লক্ষ্মীপুর ॥ রায়পুর উপজেলার বামনী গ্রাম থেকে মোস্তফা খান (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে লাশটি বামনী গ্রামের হামিদ উল্যার খাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে বালিশ চাপা দিয়ে বুধবার রাতের কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন থেকে স্ত্রী কোহিনূর বেগম এবং একমাত্র ছেলেসন্তান সোহেলের সাথে বিদেশ ফেরত মোস্তফা খানের বিরোধ চলে আসছিল। পিরোজপুর ॥ ইন্দুরকানীতে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চ-িপুর কলারণ খেয়াঘাটের আবাসন এলাকার পানগুছি নদীর চরে এক মহিলার (৩০) লাশ দেখতে পেয়ে স্থানীয় জনতা পুলিশে খবর দিলে ইন্দুরকানী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
×