ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাজিরায় সাবেক দুই মেয়রের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১০

প্রকাশিত: ০৫:২১, ১৪ এপ্রিল ২০১৭

জাজিরায় সাবেক দুই মেয়রের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ১৩ এপ্রিল ॥ বুধবার রাত সাড়ে ১০টায় জেলার জাজিরা উপজেলার উত্তর বাইকশা গ্রামে জাজিরা পৌরসভার বিবদমান সাবেক দুই মেয়র সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। এ সময় ১৫টি বাড়ি ভাংচুর ও লুটপাট করা হয়েছে। স্থানীয় লোকজন জানায়, শিশুদের ফেসবুক দেখা নিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জাজিরা পৌরসভার সাবেক মেয়র আবুল খায়ের ফকিরের সমর্থক সিরাজ ফকির, দেলোয়ার ফকির, আজিজুল ফকির, খোকন ফকির, ছামাদ ফকির, ছালাম ফকিরের নেতৃত্বে শতাধিক লোক রামদা, টেটা, সরকি, ছেনদাসহ মারাক্তক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্য জাজিরা পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল হামিদ সরদারের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা একই গ্রামে হামিদ সরদারের সমর্থক এমদাদ সরদার, আরিফ সরদার, কালাচাঁন সরদার, মোখলেস সরদার, খালেক সরদার, মালেক সরদার, ছামাদ সরদার, আক্তার সরদার, আলতাফ সরদারের বসতঘরসহ ১৫ ঘরবাড়ি এবং দোকানঘর ভাংচুর ও লুটপাট করেছে। গাজীপুর সিটি মেয়র মান্নানের বহিষ্কারাদেশ স্থগিত স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের দ্বিতীয় দফায় সাময়িক বহিষ্কার হওয়া মেয়র অধ্যাপক এমএ মান্নানকে সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। তার করা এক প্রাথমিক রিটের শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে মেয়র পদে মান্নানের ফিরতে ও দায়িত্ব পালনে আইনগত কোন বাধা নেই বলে জানিয়েছেন গাজীপুর বারের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ প্রিন্স। তিনি আরও জানান, হাইকোর্টের আদেশের সার্টিফাই কপি হাতে পেলেই তিনি তা নিয়ে মেয়র পদে বসে দায়িত্ব পালন করতে পারবেন। বর্ষবরণে শিশুদের ঘূর্ণি খেলনা স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বর্ষবরণে শিশুদের জন্য এক ধরনের ঘূর্ণি খেলনা নেমেছে। শহর ও গ্রামের পথে পথে ঘুরে ফেরিওয়ালারা এ খেলনা বিক্রি করছে। ওয়াইন্ড মিলের আদলে গড়া এ খেলনা একটু বাতাসেই ভনভন করে ঘোরে। বৈদ্যুতিক পাখার নিচে রাখলে বা হতে ধরলে অনবরত ঘুরতেই থাকে। খেলনার বৈশিষ্ট্য হলো, ঘূর্ণনের ৭-৮টি পাখনার সঙ্গে বাঙালীর ঐতিহ্যের জিনিসপত্র অঙ্কিত আছে। যেমন ঢোলক, কুলা, শিকা, বাউলের একতারা, গ্রামীণ জীবনের গৃহস্থালি জিনিসপত্র, নক্সীকাঁথাসহ নানা কিছু। প্লাস্টিকের একটি কাঠির সঙ্গে প্লাস্টিকের বিয়ারিংয়ের চারধারে ঘূর্ণনের ডানাগুলো এঁটে দেয়া হয়েছে। ডানাগুলো বানানো হয়েছে এভাবে- অফসেট কাগজে প্রিন্ট করে লেমিনেশন করার পর পাখনার ছাঁচে ছেঁটে নেয়া হয়েছে। আলোকচিত্র প্রদর্শনী নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ১৩ এপ্রিল ॥ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে ছবি নিয়ে ‘আলোকচিত্রে গাইবান্ধা’ শীর্ষক তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার শুরু“ হয়েছে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। উল্লেখ্য, শুধুমাত্র গাইবান্ধার ছবি নিয়েই এ ধরনের আলোকচিত্র প্রদর্শনী এ জেলায় এই প্রথম। গাইবান্ধা ফটোগ্রাফি এ্যাসোসিয়েশনের সভাপতি কুদ্দুস আলমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ, জেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, পৌরসভার মেয়র এ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহিত্যিক আবু জাফর সাবু প্রমুখ।
×