ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মৌলভীবাজার গোপালগঞ্জ ও চাঁদপুরে

তিন জঙ্গীর লাশ দাফন

প্রকাশিত: ০৫:১৮, ১৪ এপ্রিল ২০১৭

তিন জঙ্গীর লাশ দাফন

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ১৩ এপ্রিল ॥ বুধবার রাত ১০টা ১ মিনিটে সিলেট কেন্দ্রীয় কারাগারে জঙ্গী দেলোয়ার হোসেন রিপনের ফাঁসি কার্যকরের পর ১০টা ৪০ মিনিটে পুলিশের দুটি গাড়ি ও তার মরদেহবাহী এ্যাম্বুলেন্স গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। এর আগে সিলেট থেকে তার মরদেহ নিয়ে পুলিশ পাহারায় ১২টা ২০ মিনিটে কোনাগাঁও গ্রামে এসে পৌঁছায়। সেখানে গোসল ও অন্যান্য কার্য সম্পাদন করে কোনাগাঁও জামে মসজিদের পাশে স্থানীয় ঈদগাহে রাত ১টায় জানাজা শেষে ১.৩০ মিনিটে দাফন সম্পন্ন করা হয়। তার জানাজা পড়ান মৌলানা ইব্রাহীম। কড়া পুলিশী পহারায় তার পরিবারের সদস্য, অত্মীয় ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে গভীর রাতে জানাজা শেষে বাড়ির কাছে কোনাগাঁও জামে মসজিদের পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বুধবার রাত ৮টা থেকে রিপনের বাড়ির আশপাশে ২ কিলোমিটার এলাকায় কাউকে যেতে দেয়নি পুলিশ। খবর সংগ্রহ করতে আসা গণমাধ্যম কর্মীরাও ২ কিলোমিটার দূরে আটকা পড়েন পুলিশী বাধায়। পরে ভোর সাড়ে ৪টার দিকে গণমাধ্যম কর্মীদের কবর ও বাড়িতে যেতে দেয় পুলিশ। জানা যায়, রিপন ছিল ৪ ভাই ১ বোনের মধ্যে সবার বড়। তার বাবা মোঃ ইউসুফ আলী ছিলেন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আর মাতা শেলি বেগম ছিলেন গৃহিণী। নিজস্ব সংবাদদাতা গোপালগঞ্জ থেকে জানান, নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) শীর্ষনেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীর মরদেহ দাফন করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টা ৪৫ মিনিটে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নের হিরণ গ্রামে পারিবারিক কবরস্থানে এ দাফন সম্পন্ন হয়। এর আগে ভোর সোয়া ৫টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূরজাহান এ্যাম্বুলেন্স সার্ভিসের একটি এ্যাম্বুলেন্সে করে মুফতি হান্নানের মরদেহ হিরণ গ্রামে আনা হয়। এরপর মুফতি হান্নানের বড় ভাই ও হিরণ বালিকা মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম মাওলানা মুন্সী আলিউজ্জামানের কাছে কাশিমপুর কারা-কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করেন। পরে মুফতি হান্নানের মা রাবেয়া খাতুনসহ স্বজনদের কফিন খুলে মুখ দেখানো হয়। এরপর মরদেহ নিয়ে যাওয়া হয় তাদের পারিবারিক কবরস্থানে। সেখানে জানাজা শেষে তাকে দাফন করা হয়। সেখানে কোটালীপাড়ার ইউএনও মিকাইল, থানার ওসি কামরুল ফারুক, কারারক্ষী সেকেন্দার আলী ও মিঠু মিয়াসহ অন্যরা উপস্থিত ছিলেন। নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, পুলিশী প্রহরায় গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের বকশি পাটওয়ারী বাড়িতে জঙ্গী শরীফ শাহিদুল আলম বিপুলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টা ৩৫ মিনিটে বকশি পাটওয়ারী বাড়ি প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান চাঁদপুর সদরের মধ্য তরপুরচন্ডী আলী দাখিল মাদরাসার সহকারী সুপার মাওলানা হেলাল উদ্দিন পাটওয়ারী। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ভোর সাড়ে ৪টায় ৩০ মিনিটে তার মরদেহ বহনকারী এ্যাম্বুলেন্স ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি গাড়ি বাড়িতে পৌঁছায়। তার মরদেহ কারারক্ষীদের কাছ থেকে স্বাক্ষর দিয়ে গ্রহণ করেন বিপুলের পিতা হেমায়েত উদ্দিন পাটওয়ারী।
×