ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাচ-বাংলা ব্যাংকের ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

প্রকাশিত: ০৫:১২, ১৪ এপ্রিল ২০১৭

ডাচ-বাংলা ব্যাংকের ৫শ’ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় এই অনুমোদন দেয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বন্ড রূপান্তরযোগ্য হবে না। বন্ডটির মেয়াদ হবে ৭ বছর। প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এটি ইস্যু করা হবে। এই বন্ডের লিড এ্যারেঞ্জার হিসেবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। আর ট্রাস্ট্রি হিসেবে থাকবে নি ডেল্টা ইন্স্যুরেন্স। বন্ডের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা। শুধু বাণিজ্যিক ব্যাংক, ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এই বন্ডের জন্য আবেদন করতে পারবে। -অর্থনৈতিক রিপোর্টার বিবিএস কেবলসের আইপিও অনুমোদন বিবিএস কেবলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর মাধ্যমে বিবিএস কেবলস লিমিটেড পুঁজিবাজারে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে অভিহিত মূল্যে ১০ টাকা দরে ২ কোটি শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে কমিশন। সূত্র জানায়, কোম্পানিটি ব্যবসা সম্প্রসারণ, নতুন ম্যাশিনারিজ আমদানি, বিল্ডিং নির্মাণ, ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ বাবদ এই টাকা ব্যয় করবে। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বানকো ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। -অর্থনৈতিক রিপোর্টার
×