ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিও ও রাইটের টাকা ব্যবহারে নতুন শর্ত

প্রকাশিত: ০৫:১২, ১৪ এপ্রিল ২০১৭

আইপিও ও রাইটের টাকা ব্যবহারে নতুন শর্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও রাইটের মাধ্যমে নেয়া তহবিল ব্যবহারে নতুন শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার অনুষ্ঠিত ৬০২তম কমিশন সভায় সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে অর্ডিন্যান্সের ধারা ২ সিসির অধীনে নতুন শর্ত আরোপ করেছে। কমিশনের নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইপিও এবং রাইটের তহবিল যথাসময়ে ব্যবহারে ব্যর্থ কিংবা বিচ্যুত হলে এর কারণ এবং পরিচালনা পর্ষদের মতামত বিস্তারিতভাবে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করতে হবে। এরপর তহবিল ব্যবহারে বিচ্যুতির কারণ ও পরিচালকদের মতামত উপস্থাপন করে সাধারণ সভায় (এজিএম) কমপক্ষে ৫১ শতাংশ সাধারণ শেয়ারহোল্ডারের অনুমোদন নিতে হবে। পরবর্তীতে এজিএম প্রতিবেদন এবং বিচ্যুতির কারণ ও মতামতে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিএসইসিতে অনুমোদনের জন্য দাখিল করতে হবে। এ বিষয়ে বিএসইসির অনুমোদন পেলে তা মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করতে হবে। এ বিষয়ে বিএসইসির এক উর্ধতন কর্মকর্তা বলেন, কমিশন লক্ষ্য করেছে বেশ কিছু কোম্পানি আইপিও এবং রাইটের টাকা নিজেদের ইচ্ছামতো খরচ করছে। এতে বিনিয়োগকারীর স্বার্থ ক্ষুণœ হচ্ছে। তাই বিনিয়োগকারীর স্বার্থে এ বিষয়ে নতুন শর্ত আরোপ করা হয়েছে।
×