ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে দুই মাসে সর্বনিম্ন লেনদেন

প্রকাশিত: ০৫:১১, ১৪ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারে দুই মাসে সর্বনিম্ন লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আর্থিক লেনদেন প্রায় দুই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। বৃহস্পতিবারের লেনদেনে এ পতন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ নিয়ে টানা সাত দিন পুুঁজিবাজারে সূচক কমেছে। এ সময়ে সূচক কমেছে ১৩১ পয়েন্ট। বাজার পর্যালোচনায় দেখা গেছে, এ দিন ডিএসইতে ৫৯৫ কোটি ৮০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা চলতি বছরের ৭ ফেব্রুয়ারি বা ২ মাস ৭ দিনের মধ্যে সর্বনিম্ন। এ সময়ের মধ্যে গত ২৬ ফেব্রুয়ারি সর্বোচ্চ ১ হাজার ৩৯৩ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। গত ৪ এপ্রিল ডিএসইএক্স মূল্যসূচক ছিল ৫ হাজার ৭৭৭ পয়েন্ট। যা সূচকটির যাত্রার প্রায় ৪ বছর আড়াই মাসের মধ্যে সর্বোচ্চ ছিল। তবে এরপর থেকে টানা ৭ কার্যদিবস ধরে পতনে রয়েছে। যা বৃহস্পতিবার লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে। এ হিসাবে সূচক কমেছে ১৩১ পয়েন্ট। এ দিন ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে ১৫৭টি বা ৪৮.৪৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১২১টি বা ৩৭.৩৫ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি বা ১৪.২০ শতাংশ কোম্পানির। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লঙ্কাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এদিন কোম্পানির ২১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইলের ২১ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ২০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে তুং হাই নিটিং এ্যান্ড ডাইং। লেনদেনে এরপর রয়েছে- আইডিএলসি ফাইন্যান্স, ডরিন পাওয়ার জেনারেশন, ইভিন্স টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, আরএসআরএম স্টিল, সিটি ব্যাংক ও ইসলামী ব্যাংক। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : রিজেন্ট টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল, আইএফআইসি, ফাইন ফুড, ফু-ওয়াং ফুড, ফু-য়াং সিরামিক, ন্যাশনাল ফিড মিল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, তুং হাই নিটিং ও ন্যাশনাল পলিমার। এদিন অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৫৯৪ পয়েন্টে। বাজারটিতে ৪৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৬টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ফার কেমিক্যাল, জেনারেশন নেক্সট ফ্যাশন, তুং হাই নিটিং, সিটি ব্যাংক, রিজেন্ট টেক্সটাইল, ন্যাশনাল ফিড মিল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো, ইভিন্স টেক্সটাইল ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।
×