ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঢাকায় আসছেন মঙ্গলবার

মোহামেডানের কোচ নঈমউদ্দিন

প্রকাশিত: ০৫:০৫, ১৪ এপ্রিল ২০১৭

মোহামেডানের কোচ নঈমউদ্দিন

স্পোর্টস রিপোর্টার ॥ এর আগে ছয় মৌসুম কোচিং করিয়েছেন ব্রাদার্স ইউনিয়নকে। এবারও করানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে দৃশ্যপট পাল্টে গেল। সৈয়দ নঈমউদ্দিন ব্রাদার্সের নয়, কোচ হয়ে গেলেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তাকে নিয়ে টানা-হ্যাঁচড়ার দ্বৈরথে জয়ী মোহামেডানই। ৭৩ বছর বয়সী এই বর্ষীয়ান ভারতীয় কোচ প্রথমবারের মতো সাদা-কালো শিবিরে দ্রোণাচার্য হিসেবে দায়িত্ব নিচ্ছেন। এ উপলক্ষে তিনি ঢাকায় আসছেন আগামী মঙ্গলবার। নঈমউদ্দিন প্রথম কোচিং করান ২০০৪ সালে ব্রাদার্সে। তার অধীনে সেবার ক্লাবটি জেতে তাদের ইতিহাসের প্রথম লীগ শিরোপা। মাঝে একবার ২০০৬ সালে নিয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব। এমিলি, মিঠুন চৌধুরী, কোমল, শরীফ, মিন্টু শেখ ও মামুন খানসহ বেশ কয়েকজন সিনিয়র ফুটবলার এবার দলে ভিড়িয়েছে মোহামেডান। সিনিয়র খেলোয়াড় নেয়ার কারণেই মোহামেডান তাদের বর্তমান কোচ আবদুল কাইয়ুম সেন্টুর বিকল্প খুঁজছিল। সেই বিকল্পও তারা পেল নঈমউদ্দিনের মাধ্যমে। যদিও মোহামেডান সিদ্ধান্ত নিয়েছে সেন্টু সহকারী কোচ হিসেবে থাকবেন। নঈমউদ্দিনের মতো কোচের অধীনে সহকারী হিসেবে কাজ করতে সেন্টুরও কোন আপত্তি নেই। তবে অন্য কোন ক্লাব থেকে প্রধান কোচের প্রস্তাব পেলে মোহামেডান ছাড়তে পারেন সেন্টু। সিনিয়র ডিভিশন ফুটবলে ড্রয়ের দিন স্পোর্টস রিপোর্টার ॥ চলছে ঢাকা মহানগরী সাইফ পাওয়ারটেক সিনিয়র ডিভিশন ফুটবল লীগ। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুটি খেলাই গোলশূন্য ড্র হয়। প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব মুখোমুখি হয় সাধারণ বীমা ক্রীড়া চক্রের। দ্বিতীয় ম্যাচে মহাখালী একাদশ মোকাবেলা করে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের। খুদে ক্রীড়া উৎসব স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে খুদে ক্রীড়া উৎসব হয়েছে। বৃহস্পতিবার মুন্সীগঞ্জের সিরাজদিখানের বাহেরকুচি প্রাথমিক বিদ্যালয়ে এ উৎসব হয়। এতে বিদ্যালয়টির শতাধিক খুদে ক্রীড়াবিদ অংশ নেয়। এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের ঢাকা দক্ষিণের সহ-সভাপতি ও আমাদের অধিকারপত্রের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব রহমান পলাশ।
×