ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ম্যাচের প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু এফসি

এএফসি কাপ ॥ রবিবার ভারত যাচ্ছে আবাহনী

প্রকাশিত: ০৫:০৪, ১৪ এপ্রিল ২০১৭

এএফসি কাপ ॥ রবিবার ভারত যাচ্ছে আবাহনী

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথম দুই ম্যাচেই হতাশার হার। এবার তৃতীয় পরীক্ষা ঢাকা আবাহনী লিমিটেডের সামনে। তাদের প্রতিপক্ষ জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু এফসি। ‘এএফসি কাপে’র এ্যাওয়ে ম্যাচটি (‘ই’ গ্রুপ) অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল ভারতের ব্যাঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে। এর আগে ঘরের মাঠে গত ১৪ মার্চ মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ২-০ গোলে হারের পর আবাহনী কলকাতা গিয়ে ৪ এপ্রিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মোহনবাগান এ্যাথলেটিক ক্লাবের কাছে হারে ৩-১ গোলে। বাংলাদেশ প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নরা এই গ্রুপে আছে চার দলের মধ্যে সর্বনিম্ন অবস্থানে। ২ ম্যাচে তাদের সংগ্রহ শূন্য পয়েন্ট। পক্ষান্তরে ব্যাঙ্গালুরু এফসি আছে শীর্ষ স্থানে। সমান ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট। নিজেদের প্রথম ম্যাচে তারা ২-১ গোলে স্বদেশী ক্লাব মোহনবাগানকে হারিয়ে শুভসূচনা করে। দ্বিতীয় ম্যাচে ১-০ গোলে হারায় মালদ্বীপের মাজিয়াকে। এএফসি কাপের বর্তমান রানার্সআপ হচ্ছে ব্যাঙ্গালুরু এফসি। তাদের মাঠে তাদের হারানো আবাহনীর জন্য অনেক কঠিনই হবে। এটা জেনেও হাল ছাড়তে নারাজ আবাহনী কোচ ক্রোয়েশিয়ার দ্রাগো মামিচ। শিষ্যদের তাই কঠোর অনুশীলন করিয়ে যাচ্ছেন তিনি। আগামী রবিবার সকালে ভারতের উদ্দেশে রওনা হবে আবাহনী। কলকাতা হয়ে ওইদিন বিকেলে ব্যাঙ্গালুরু পৌঁছাবে ‘দ্য স্কাই ব্লু ব্রিগেড’রা। আবাহনীর ঘানাইয়ান ডিফেন্ডার সামাদ ইউসুফ ভিসা জটিলতায় প্রথম দুই ম্যাচ খেলতে না পারলেও তৃতীয় ম্যাচে পারবেন। কারণ ভিসা জটিলতা কেটে যাবার পথে। তারজন্য ভিসার আবেদন করা হয়েছে ইতোমধ্যেই। এদিকে ইংলিশ মিডফিল্ডার লি টাক চলে যাওয়ায় বিপাকে পড়েছিল আবাহনী। তবে পুরনো ক্লাবকে ভোলেননি লি। তিনি আবাহনীর জন্য একজন জাম্বিয়ান মিডফিল্ডারকে পাঠিয়েছেন। তিনি ইতোমধ্যে আবাহনীর সঙ্গে অনুশীলনও করছেন। তিনিসহ এখন আবাহনীর ক্যাম্পে আছে ৪ বিদেশী। নতুন নিয়ম অনুযায়ী এ মৌসুমে একটি ক্লাব ৩ বিদেশী নিবন্ধন করাতে পারবে। জাম্বিয়ান খেলোয়াড় পছন্দ হলে আবাহনীকে ছাড়তে হবে ইংলিশ জোনাথন ডেভিড ও নাইজিরিয়ান এমেকা ডার্লিংটনের মধ্যে একজনকে। জাম্বিয়ান এ মিডফিল্ডার খেলছেন থাইল্যান্ড লীগে (লি টাক এখন সেখানেই খেলছেন)। তিনদিনের ছুটি পেয়ে তিনি ঢাকায় এসেছেন আবাহনীতে ট্রায়াল দিতে।
×