ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস ছাপিয়ে মোনাকোর জয়

প্রকাশিত: ০৫:০৩, ১৪ এপ্রিল ২০১৭

সন্ত্রাস ছাপিয়ে মোনাকোর জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যাচটি হওয়ার কথা ছিল মঙ্গলবার। প্রস্তুত ছিল সবকিছু। টিম হোটেল থেকে বেরও হয়েছিলেন স্বাগতিক বরুশিয়া ডর্টমুন্ডের ফুটবলাররা। কিন্তু ম্যাচের মাত্র আধাঘণ্টা আগে বাসের পাশে বিস্ফোরণ হয় বোমা। আহত হন দলটির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বাট্টা। এরপর স্বাভাবিকভাবেই ম্যাচটি স্থগিত করা হয়। মাত্র ২২ ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচটি একই ভেনুতে হয়েছে। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে অতিথি ফরাসী ক্লাব মোনাকোর মুখোমুখি হয় বরুশিয়া। উপভোগ্য ও উত্তেজনার ম্যাচে ৩-২ গোলে জিতেছে মোনাকো। ম্যাচে হয়ত হেরেছে বরুশিয়া। কিন্তু শেষ পর্যন্ত জয় হয়েছে ফুটবলেরই। সন্ত্রাস ছাপিয়ে দু’দলই ফুটবলের জয়গান গেয়েছে। দু’দলের ফিরতি লেগের ম্যাচ হবে ১৯ এপ্রিল মোনাকোতে। একই রাতে শেষ আটের প্রথম লেগের আরেক ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব এ্যাটলেটিকো মাদ্রিদ। ঘরের মাঠ ভিসেন্টে ক্যালডেরনে এ্যাটলেটিকো ১-০ গোলে হারিয়েছে ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে। ম্যাচের ২৮ মিনিটে বিতর্কিত পেনাল্টিতে জয়সূচক গোলটি করেন ফরাসী ফরোয়ার্ড এ্যান্টোনিও গ্রিজম্যান। সিগনাল ইদুনা পার্কে খেলাটি হয় কঠোর নিরাপত্তার মাঝে। ম্যাচের ১৭ মিনিটে ফ্যাবিয়ানো পেনাল্টি হাতছাড়া করলে এগিয়ে যাওয়া হয়নি মোনাকোর। তবে দুই মিনিট পরই কাইলিয়ান এমবাপ্পের গোলে হোঁচট খায় স্বাগতিকরা। ম্যাচের ৩৫ মিনিটে বরুশিয়ার কপাল পোড়ান স্বাগতিক ডিফেন্ডার সেভন বেনডার। নিজেদের জালেই বল জড়ান তিনি। তাতে বিরতিতে যাওয়ার আগেই ২-০ গোলে পিছিয়ে পড়ে বরুশিয়া। বিরতি থেকে ফিরে ৫৭ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল শোধ করেন উসমানে ডেম্বেলে। পরে ৭৯ মিনিটে নিজের জোড়া আর দলের তৃতীয় গোল করে বসেন ফরাসী তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। এই গোলে বরুশিয়ার হার নিশ্চিত হয়ে যায়। ম্যাচের ৮৪ মিনিটে যদিও বরুশিয়ার হয়ে আরেকটি গোল পরিশোধ করেন সিনজি কাগাওয়া। কিন্তু ততক্ষণে তিনটি গুরুত্বপূর্ণ এ্যাওয়ে গোল জমা হয়ে গেছে বরুশিয়ার। আগেরদিন হামলার পরই ঘোষণা দেয়া হয়েছিল, ম্যাচটি একদিন পিছিয়ে দেয়া হয়েছে। শেষ পর্যন্ত ম্যাচটি সফলভাবে হয়েছে। এতে করে জয় হয়েছে ফুটবলের, বন্ধুত্বের; হেরেছে জঙ্গীবাদ, সন্ত্রাস। দু’দলের সমর্থকরা দারুণ সব দৃষ্টান্ত স্থাপন করেছেন। ম্যাচ পিছিয়ে যাওয়ায় অতিথি মোনাকো সমর্থকদের জন্য ডর্টমুন্ডে বাড়তি একদিন থাকা, হঠাৎ করে হোটেল বা মাথা গোঁজার ঠিকানা বের করে নেয়া কঠিন হয়ে পড়েছিল। সঙ্গে সঙ্গেই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে ডর্টমুন্ড। দু’দলের সমর্থকরা এক জায়গাতে থেকেছেন। খেলাও দেখেছেন একাট্টা হয়ে। এদিকে বোমা হামলার দায়ে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে জার্মান পুলিশ। জঙ্গীদের সঙ্গে আটক ব্যক্তির যোগাযোগ রয়েছে বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির পুলিশ নিশ্চিত হয়েছে, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। হামলার সময় বিদেশী নম্বর প্লেটের একটি গাড়ির উপস্থিতি আঁচ করে পুলিশ। সেই গাড়িটিকে এখনও খুঁজে পাওয়া যায়নি।
×