ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:০৩, ১৪ এপ্রিল ২০১৭

পরবর্তী ম্যাচের দিকে তাকিয়ে মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেন বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। কিন্তু প্রথম ম্যাচে হতাশ করলেন। নিজেকে মেলে ধরতে পারলেন না। মুস্তাফিজকে জায়গা করে দিতে পরিকল্পনাই পরিবর্তন করতে হলো হায়দরাবাদকে। একাদশে তো পরিবর্তন হতেই হত। তাতে হায়দরাবাদের হারও হলো। মুস্তাফিজ যেই যোগ দিলেন দলে, হায়দরাবাদও হারল। প্রথম দুই ম্যাচে জিতে তৃতীয় ম্যাচে এসে হার হলো হায়দরাবাদের। এবার আইপিএলে নিজের প্রথম ম্যাচে ঝলক দেখাতে পারেননি মুস্তাফিজ। ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়েছেন। কোন উইকেটও নিতে পারেননি। তাকে নিয়ে অনেক আশা। আইপিএলে খেলতে ভারত যাওয়ার আগে নিজেই বলেছিলেন, ‘আইপিএলের জন্য দেশবাসী আমার দিকে তাকিয়ে আছে। আমি চেষ্টা করব আমার সেরা খেলাটি খেলে তাদের প্রত্যাশা পূরণ করতে।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘গতবার যেমন করেছিলাম, তারচেয়েও ভাল করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভাল করতে পারি। প্রথমবার সবই অচেনা ছিল। এবার তো খেলোয়াড়, ড্রেসিংরুম, মাঠ, সবই চেনা। এবার আরও সহজ হবে আইপিএল খেলা। দলে জায়গা পেলে সেরা পারফর্মেন্স করতে চাই।’ কিন্তু মুস্তাফিজ প্রথম ম্যাচে তা করে দেখাতে পারেননি। প্রথমবারের মতো গত আসরে আইপিএল খেলতে নেমেই বাজিমাত করেন। তাক লাগিয়ে দেন। দুর্দান্ত নৈপুণ্য দেখান। কিন্তু এবার প্রথম ম্যাচ খেলতে নেমে নিজের প্রথম ওভারেই ১৯ রান দিয়ে বসেন। মুস্তাফিজকে যেন বুঝতে শুরু করে দিয়েছেন ব্যাটসম্যানরা। তার ‘কাটার’ যেন বিষ হারাতে চলেছে। দলের ষষ্ঠ ওভারের সময় বল করতে আসেন মুস্তাফিজ। প্রথম বলেই নিতিশ রানা ছক্কা হাঁকান। পরের দুই বল ঠিকঠাক হয়। কিন্তু চতুর্থ থেকে ষষ্ঠÑ এই তিন বলে টানা তিনটি চার হাঁকান পার্থিব প্যাটেল। মুস্তাফিজ যেন সেখানেই নেতিয়ে যান। এরপর আবার ৬ ওভার পর মুস্তাফিজের হাতে বল তুলে দেয়া হয়। এবার কাইরন পোলার্ড হাঁকান একটি ছক্কা। নিজের দ্বিতীয় ওভারে মুস্তাফিজ রান দেন ১১। তৃতীয় ওভারে গিয়ে দলের ১৯তম ওভারে চার বল করার সুযোগ পান মুস্তাফিজ। ৪ রান দেন। তাতে খেলাও শেষ হয়ে যায়। মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে যায় হায়দরাবাদ। মুস্তাফিজের এমন অবস্থায় হতাশ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ। তিনি ক্রিকইনফোকে বলেছেন, ‘মুস্তাফিজের কথা যদি বলেন, তার পারফর্মেন্স ছিল হতাশাজনক। গত বছরের পারফর্মেন্সের কারণে তার কাছে আসলে বাড়তি চাওয়া থাকে সবার মাঝে এটা বোলারের ওপর চাপ সৃষ্টি করে। দেখি পরের ম্যাচে সুযোগ পেলে সে কেমন করে।’ শনিবারই হায়দরাবাদের পরের ম্যাচটি রয়েছে। সেই ম্যাচটি আবার সাকিবের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। আইপিএলে খেলবেন কিনা মুস্তাফিজ, এ নিয়েই সংশয় তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আইপিএলে খেলতে ভারতে গেলেন মুস্তাফিজ। প্রথম ম্যাচে খেলেও ফেললেন। কিন্তু হতাশ করলেন। ৩ মে পর্যন্ত হায়দরাবাদের যতগুলো ম্যাচ হবে, সবগুলো খেলবেন মুস্তাফিজ। নয়টি ম্যাচ খেলতে পারবেন। ৩ মে’র পর ভারত থেকে ত্রিদেশীয় সিরিজ খেলতে আয়ারল্যান্ডে যাবেন মুস্তাফিজ। আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজে খেলবে বাংলাদেশ। স্বাগতিক আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল লীগ পদ্ধতির সিরিজে অংশ নেবে বাংলাদেশ। ১২ মে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ রয়েছে। সেই ম্যাচে খেলতে ৩ মে’র পর রওনা হবেন মুস্তাফিজ। আইপিএলের শুরুতে ও শেষে এবার মুস্তাফিজ থাকতে পারছেন না। কারণ আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের পর আবার ১ জুন ইংল্যান্ডে শুরু হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হবে মুস্তাফিজকে। আইপিএলের গত আসরে (নবম আসরে) উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুস্তাফিজ। হায়দরাবাদ যে চ্যাম্পিয়ন হয়েছে, তার পেছনে মুস্তাফিজের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। তার ‘কাটারে’ একের পর এক দলের ব্যাটসম্যানরা বিধ্বস্ত হয়েছে। হায়দরাবাদও জিতেছে। শেষ পর্যন্ত প্রথমবারের মতো শিরোপাও জিতেছে হায়দরাবাদ। মুস্তাফিজ গত আসরে প্রথমবারের মতো আইপিএলে অংশ নিয়েই আসর মাতিয়েছেন। ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। আর তাই মুস্তাফিজকে এবারও দলে রেখে দিয়েছে হায়দরাবাদ। এবার মুস্তাফিজ আরও ভাল করতে চান। কিন্তু প্রথম ম্যাচে আলো ছড়াতে পারেননি তিনি।
×