ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতি মামলায় এরশাদের বিরুদ্ধে আপীলের রায় ৯ মে

প্রকাশিত: ০৯:০৫, ১৩ এপ্রিল ২০১৭

দুর্নীতি মামলায় এরশাদের বিরুদ্ধে আপীলের রায় ৯ মে

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্রপতি থাকাকালে উপহার সামগ্রীর অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা না দেয়ার দুর্নীতির অভিযোগে দায়ের করা এক মামলায় তিন বছরের দ-প্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাজার বিরুদ্ধে আসামি ও রাষ্ট্রপক্ষের করা আপীলের রায় ঘোষণার জন্য আগামী ৯ মে ঠিক করেছে হাইকোর্ট। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। রুল খারিজ হওয়ায় মওদুদের ক্ষেত্রে নাইকো দুর্নীতি মামলাটি চলতে কোন বাধা নেই। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছেন। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাজার বিরুদ্ধে আসামি ও রাষ্ট্রপক্ষের করা আপীলের রায় ঘোষণার জন্য আগামী ৯ মে ঠিক করেছে হাইকোর্ট। মামলায় সাজার দ- থেকে খালাস চেয়ে এরশাদের এবং সাজা বাড়াতে রাষ্ট্রপক্ষের আপীলের শুনানি শেষে বুধবার বিচারপতি মোঃ রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রায় ঘোষণার তারিখ ধার্য করে। আদালতে এরশাদের পক্ষে ছিলেন এ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। আপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল নজিবুর রহমান। মওদুদের মামলা চলবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন। আদালতে মওদুদ আহমদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, রুল খারিজ হওয়ায় মওদুদের ক্ষেত্রে নাইকো দুর্নীতি মামলাটি চলতে কোন বাধা নেই।
×