ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাসপাতালে সেবার মান উন্নয়নে সুপারি প্রদানের লক্ষে কমিটি গঠনে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত: ০৮:৩০, ১৩ এপ্রিল ২০১৭

হাসপাতালে সেবার মান উন্নয়নে সুপারি প্রদানের লক্ষে কমিটি গঠনে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ বেসরকারী হাসপাতালগুলোর ডায়াগনস্টিক ফি নির্ধারণ, বিদ্যমান সমস্যা চিহ্নিত করে, সেবার মান উন্নয়নে সুপারিশ প্রদানের লক্ষ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। কমিটিতে সদস্য সচিব হিসেবে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হাসপাতাল) হাবিবুর রহমানকে মনোনীত করে বিএমএ, স্বাচিপ, বিএমডিসি, বাংলাদেশ বেসরকারী ক্লিনিক ও হাসপাতাল মালিক সমিতির একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার জন্যও তিনি পরামর্শ দেন। তিনি আগামী এক মাসের মধ্যে কমিটিকে সুপারিশ প্রদানের জন্য নির্দেশ দেন। পাশাপাশি মানহীন ও অবৈধ হাসপাতাল ও ক্লিনিক চিহ্নিত করে তার বিরুদ্ধে অভিযান চালানোর জন্য একটি মনিটরিং সেল গঠনের নির্দেশ দেন তিনি। বুধবার সচিবালয়ে রাজধানীর বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন। হাসপাতালগুলোর সেবার মানোন্নয়নের লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সংসদ সদস্য ও বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডাঃ এনামুর রহমান, স্বাস্থ্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ, নার্সিং অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা শিকদার, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)-এর সভাপতি অধ্যাপক ডাঃ এম. ইকবাল আর্সলান, বিএমএ’র মহাসচিব ডাঃ ইহতেশামুল হক চৌধুরী, বিএমডিসির সভাপতি অধ্যাপক ডাঃ শহীদুল্লাহসহ রাজধানীর বিভিন্ন বেসরকারী হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকগণ উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের সহযোগী শক্তি হিসেবে বেসরকারী হাসপাতালগুলো কাজ করে। সভায় বিভিন্ন হাসপাতালের প্রতিনিধিগণ বিদ্যমান সেবার ধরনসহ সংশ্লিষ্ট নানাবিধ বিষয় ও সমস্যা নিয়ে মতবিনিময় করেন। এর আগে বেসরকারী মেডিক্যাল কলেজের মানোন্নয়নে অপর এক মতবিনিময় সভায় মোহাম্মদ নাসিম বলেন, সরকারের কঠোর অবস্থানের কারণে সবাই বুঝে গেছে যেনতেনভাবে মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান চালানো যাবে না। পরিচালনা নীতিমালার শর্ত পূরণ না করায় বর্তমান শিক্ষাবর্ষে চারটি কলেজের নতুন ছাত্র ভর্তি বন্ধ করা হয়েছে। কয়েকটি কলেজকে আর্থিক জরিমানা করা হয়েছে। সভায় অন্যদের মাঝে চট্টগ্রাম মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডাঃ ইসমাইল খান, বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপকা ডাঃ কামরুল আহসান, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ এ্যাসোসিয়েশন সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ মকবুল হোসেন, বিএমএ’র সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনসহ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর, বিসিপিএস উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×