ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হুজুর গোষ্ঠীকে ছাড় দেয়া হলে যুদ্ধ ঘোষণা ॥ জাসদ

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ এপ্রিল ২০১৭

হুজুর গোষ্ঠীকে ছাড় দেয়া হলে যুদ্ধ ঘোষণা ॥ জাসদ

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এক বিবৃতিতে বলেছেন, ‘তেঁতুল হুজুর গোষ্ঠী’র রাজনৈতিক অবস্থান শুধু সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে ভাস্কর্য স্থাপনের বিরোধীই নয়, এই ‘তেঁতুল হুজুর গোষ্ঠী’ বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন, বাঙালী জাতির আত্মপরিচয়-সংস্কৃতি-ঐতিহ্য-ইতিহাস, জ্ঞান-বিজ্ঞান-যুক্তি-বুদ্ধি-শিক্ষা-দীক্ষা-মানবতা-মনুষ্যত্ব-সভ্যতা-প্রগতি-নারী অধীকারবিরোধী অন্ধকারের শক্তি। বুধবার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে তারা এসব কথা বলেন। বিবৃতিতে ১৪ দলের অন্যতম শরিক জাসদ নেতৃবৃন্দ বলেন, ‘তেঁতুল হুজুর গোষ্ঠী’ তালেবান, আইএস, আলকায়দার বাংলাদেশী সংস্করণ। তারা বলেন, ‘তেঁতুল হুজুর গোষ্ঠী’কে সামান্য ছাড় দেয়া হলে তারা আবারও বাংলাদেশ রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। তারা ‘তেঁতুল হুজুর গোষ্ঠী’র বিরুদ্ধে সকল গণতান্ত্রিক প্রগতিশীল শুভবুদ্ধিসম্পন্ন ব্যক্তি-মহল-গোষ্ঠী-দলকে সোচ্চার থাকার আহ্বান জানান।
×