ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আগামী মাসে আসছেন ওআইসির মহাসচিব

প্রকাশিত: ০৫:৪৩, ১৩ এপ্রিল ২০১৭

আগামী মাসে আসছেন ওআইসির মহাসচিব

কূটনৈতিক রিপোর্টার ॥ ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব ড. ইউসুফ আহমেদ আল-ওথাইমিন এক সরকারী সফরে আগামী মে মাসের শেষ সপ্তাহে ঢাকায় আসছেন। ওআইসির মহাসচিব পদে দায়িত্ব নেয়ার পর এটাই হবে তার প্রথম ঢাকা সফর। তার এই সফরে রোহিঙ্গা সঙ্কট সমাধানের বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়। গত বছরের নবেম্বরে ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত হন সৌদি আরবের সমাজবিষয়ক সাবেক মন্ত্রী ড. ইউসুফ আহমেদ আল-ওথাইমিন। সৌদি আরবের মক্কায় ওআইসিভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে সর্বসম্মতিক্রমে তিনি ওই পদে নির্বাচিত হন। মহাসচিব পদে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম ঢাকায় আসছেন ইউসুফ আহমেদ আল-ওথাইমিন। প্রাথমিকভাবে আগামী ২২-২৩ মে তার ঢাকা সফরের তারিখ নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের পাশাপাশি এশিয়ার আরও বেশ কয়েকটি দেশে সফর করবেন বলে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছে। ওআইসি মহাসচিব ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গেও একান্ত বৈঠক করবেন। তবে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দমনপীড়ন শুরুর পর থেকেই ওআইসি উদ্বেগ জানিয়ে আসছে। ওআইসি মহাসচিব ইউসুফ আল-ওথাইমিন একাধিক বিবৃতিতে রোহিঙ্গাদের বিচারবহির্ভূত হত্যাকা-, বাড়িঘরে অগ্নিসংযোগ, গণহারে গ্রেফতার ও রোহিঙ্গা নারীদের ধর্ষণের বিষয়ে পরিপূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন। রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সৃষ্টি করতে ওআইসির কাছে জোরালো আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ। পাশাপাশি রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিকত্ব দেয়ার জন্যও চাপ দিতে একাধিকবার ওআইসির সহায়তা চাওয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে ওআইসি বরাবরই ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশ প্রত্যাশা করে এই ভূমিকা আরও জোরালো হোক। বিশেষ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এই ইস্যুতে সম্পৃক্ত করার কাজে ওআইসির ভূমিকা বিশেষ জরুরী। ওআইসি মহাসচিবের ঢাকায় সফরের সময় এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
×