ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেনজির আবরার

হল অফ ফেমে ‘টুপ্যাক শাকুর’

প্রকাশিত: ০৫:২০, ১৩ এপ্রিল ২০১৭

হল অফ ফেমে ‘টুপ্যাক শাকুর’

বিনোদনের নানা মাধ্যম রয়েছে। এসব মাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ডিজে মিউজিক। ভালবাসা ও সৃজনশীলতা প্রকাশে অনেক মেধাবী তরুণই এটিকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। যারা আন্তর্জাতিক অঙ্গনেও খ্যাতি অর্জন করে চলেছে তাদের মধ্যে প্রয়াত টুপ্যাক শাকুরের অবস্থান সবসময়ই শীর্ষে ছিল। প্রয়াত এই ডিজে তারকা অবশেষে পেয়েছেন তার স্বীকৃতি। জায়গা পেয়েছেন আর এ্যান্ড বি-এর হল অফ ফেইমে স্থান। এ সময়টিতে তার অন্যতম ভাল বন্ধু স্নুপডগ সুযোগ পায় কিংবদন্তি শাকুরকে সম্মান জানানোর। ডিজে, র‌্যাপ ঘরানার শিল্পীদের মতে, হিপহপ গানের রয়েছে অরেক বিখ্যাত মানুষ, তবে টুপ্যাক শাকুর এই মর্যাদার অন্যতম দাবিদার। স্নুপডগ যখন রক এ্যান্ড রোল হল অফ ফেইমের মঞ্চে, প্রথমেই তারা টুপ্যাক শাকুরের সঙ্গে তাদের বন্ধুত্ব এবং তার জনপ্রিয়তা নিয়ে কথা বলেন। শুক্রবার মঞ্চে জানানো হয় প্রয়াত টুপ্যাক শাকুর হলেন প্রথম সোলো র‌্যাপার যিনি হল অফ ফেইমে জায়গা পেলেন। অনুষ্ঠান শুরুর আগে স্নুপ জানান হিপহপ জগতে টুপ্যাকের নিরবচ্ছিন্ন প্রভাবের কথা। জেনে নেই কিংবদন্তি প্রয়াত শাকুরের জীবনের কিছু কথা- টুপ্যাক শাকুর। স্টেজে তিনি টুপ্যাক হিসেবেই পরিচিত। অনেকে অবশ্য তাকে ম্যাকাভেলি হিসেবেও জানে। তিনি মূলত একজন আমেরিকান আর এ্যান্ড বি আর্টিস্ট। টুপ্যাকের এ পর্যন্ত এ্যালবাম বিক্রির সংখ্যা ৭৫ মিলিয়নের মতো। তাকে ‘বেস্ট সেলার মিউজিক আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড’ হিসেবে চিহ্নিত করা হয়। রোলিং স্টোন ম্যাগাজিন তাকে ৮৬ জন গ্রেট আর্টিস্টের মধ্যে একজন হিসেবে ঘোষণা দিয়েছে। অনেক র‌্যাপ আর্টিস্টের মতো তারও একটি অভিনয় জীবন রয়েছে। তিনি র‌্যাপ সং, হিপহপ, অলটারনেটিভ হিপহপ ধরনের গান করেন। এ ছাড়াও টুপ্যাক ‘ডিজিটাল আন্ডারগ্রাউন্ড’ নামের একটি গানের দলের সঙ্গে জড়িত। তবে ডিজে হিসেবে তার সাফল্য সবচেয়ে বেশি। ১৯৯৬ সালের ৭ সেপ্টেম্বর লাস ভেগাসের নেভাডায় গুলিবিদ্ধ হয়ে মারা যান টুপ্যাক। টুপ্যাক শাকুরের জন্ম মার্কিন কারাগারে। তার মা ছিলেন বিখ্যাত ‘ব্ল্যাক প্যান্থার’ গ্রুপের সদস্য। মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের রাজনৈতিক এবং সামাজিক অধিকার আদায়ের লক্ষ্যে গ্রুপটি আন্ডারগ্রাউন্ডে কাজ করত। সেই সুবাদে বিপ্লবের রক্তের ধারা বহমান ছিল টুপ্যাকের ধমনিতে। তবে সশস্ত্র বিপ্লব নয়, বরং কবিতা এবং সুর দিয়ে সেই বঞ্চনার প্রতিবাদ করেছিলেন টুপ্যাক। আজও টুপ্যাকের গান মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের রাজনৈতিক বঞ্চনার প্রতিচ্ছবি। পৃথিবীর যে অল্প ক’জন শিল্পী ডাবল এ্যালবাম বাজারে রিলিজ করেছেন টুপ্যাক ছিলেন তাদের অন্যতম। আর এ্যান বি সঙ্গীতের মতো একটি অজনপ্রিয় ধারাকে টুপ্যাক তার নিজস্ব সুর ও কথার মিশ্রণে দর্শক মহলে গ্রহণযোগ্য করেছিলেন। আজ তার মৃত্যুর প্রায় দুই যুগ পর রক এ্যান্ড রোল হল অফ ফেইমে সম্মানিত করে তার কাজের স্বীকৃতি দিয়েছেন।
×