ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ নেইমার, খেলা হচ্ছে না এল ক্লাসিকো

প্রকাশিত: ০৫:১৭, ১৩ এপ্রিল ২০১৭

নিষিদ্ধ নেইমার, খেলা হচ্ছে না এল ক্লাসিকো

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মড়ার উপর খাড়ার ঘা’ই বলতে হবে। নিদারুণ দুঃসময় পার করছে স্প্যানিশ পরাশক্তি বার্সিলোনা। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের কাছে বিধ্বস্ত হতে হয়েছে কাতালানদের। এই সময় নতুন ধাক্কা, লা লিগায় তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তাদের অন্যতম সেরা তারকা নেইমার। যে কারণে ব্রাজিলিয়ান তারকা রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এল ক্লাসিকো খেলতে পারছেন না। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) তিন ম্যাচ নিষিদ্ধ করেছে নেইমারকে। তাই ২৩ এপ্রিল রিয়ালের বিরুদ্ধে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে থাকছেন না তিনি। লা লিগায় মালাগার বিরুদ্ধে ২-০ গোলে হারের ম্যাচে নেইমার দিয়াগো লোরেন্টেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এ কারণে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এক ম্যাচ নিষিদ্ধ হতে পারতেন। কিন্তু মাঠ থেকে বের হয়ে যাওয়ার সময় চতুর্থ রেফারির সঙ্গে অশোভন আচরণ করায় তাকে আরও দুই ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল। যদিও বার্সিলোনার পক্ষ থেকে আরএফইএফ টুর্নামেন্ট কমিটিকে বলা হয়েছে মাঠ থেকে বেরিয়ে যাবার সময় নেইমার সরাসরি চতুর্থ রেফারির সঙ্গে কি করেছিল এ ব্যাপারে কোন প্রমাণ কেউ দিতে পারবে না। যদিও কমিটির পক্ষ থেকে বার্সার এই দাবি নাকচ করে দেয়া হয়েছে। এ কারণে নেইমার আগামী তিন লীগ ম্যাচ অর্থাৎ রিয়াল সোসিয়েদাদ, রিয়াল মাদ্রিদ ও ওসাসুনার বিরুদ্ধে খেলতে পারছেন না। এর বিরুদ্ধে অবশ্য বার্সিলোনা আপীলের সুযোগ পাচ্ছে। লা লিগায় বার্সিলোনার খেলা আছে আর মাত্র সাতটি। ৩১ ম্যাচ শেষে তারা সংগ্রহ করেছে ৬৯ পয়েন্ট। আছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে। আর এক ম্যাচ কম খেলে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে হলে বাকি সাতটি ম্যাচে ভাল করার বিকল্প নেই কাতালানদের। নেইমারের শাস্তি প্রসঙ্গে জ্যাভিয়ের মাশ্চেরানো বলেছেন, এই একই অপরাধে আরও অনেকেই মাত্র এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিল। আমরাও দেখে নিব কি হয়। ঘরে বসে অনেক কথাই বলা যায়। কিন্তু গভীরভাবে চিন্তা করলে সিদ্ধান্ত নেয়াটা অনেক কঠিন। কোচ নঈমউদ্দিনকে নিয়ে ব্রাদার্স-মোহামেডান টানাটানি স্পোর্টস রিপোর্টার ॥ তাহলে কি ‘ইউটার্ন’ করলেন প্রখ্যাত ভারতীয় ফুটবল কোচ সৈয়দ নঈমউদ্দিন? বেশ কয়েক বছর ধরেই গোপীবাগের ব্রাদার্স ইউনিয়নের কোচের ভূমিকায় নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছিলেন ৭৩ বছর বয়সী নঈমউদ্দিন। বলতে গেলে ‘দ্য অরেঞ্জ ব্রিগেড’দের ঘরেরই কোচ হয়ে গিয়েছিলেন তিনি। সে অনুযায়ী গত ১০ এপ্রিল ঢাকায় এসে আবারও ব্রাদার্সের দায়িত্ব নেয়ার কথা ছিল তার (এ নিয়ে সপ্তমবার)। তারজন্য অপেক্ষায় ছিলেন ক্লাব কর্মকর্তারা। কিন্তু তাদের অবাক ও হতাশ করেছেন তিনি। কেননা এই কোচের দিকে হাত বাড়িয়েছে গত লীগে মোহামেডান। নঈমউদ্দিনও নাকি আগ্রহ দেখিয়েছেন ‘ব্ল্যাক এ্যান্ড হোয়াইট’দের কোচ হতে। সত্যি বলতে কি, এখন এই বর্ষীয়ান কোচকে নিয়ে দুই ক্লাবের মধ্যে টানা-হ্যাঁচড়া চলছে। জানা গেছে, নঈমউদ্দিন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নিয়েছেন। আপাতত কোন ক্লাবকে সেভাবে কথা দেননি। এ প্রসঙ্গে ব্রাদার্সের ম্যানেজার আমের খান বলেন, ‘নাঈম ভাই ১০ এপ্রিল ঢাকায় এসে দায়িত্ব নেয়ার কথা ছিল।
×