ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল ॥ স্যামসনের প্রথম, প্রথম স্যামসন

প্রকাশিত: ০৫:১৬, ১৩ এপ্রিল ২০১৭

আইপিএল ॥ স্যামসনের প্রথম, প্রথম স্যামসন

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) চলতি আসরের (দশম) প্রথম সেঞ্চুরিটি হাঁকিয়েছেন সাঞ্জু স্যামসন। বুধবার মহারাষ্ট্র ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ২২ বছর বয়সী ব্যাটসম্যানের ৬৩ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে ৪ উইকেটে ২০৫ রানের বিশাল স্কোর গড়ে দিল্লী ডেয়ারডেভিলস (ডিডি)। দ্বিতীয় ম্যাচে এসে প্রথম জয় পায় জহির খানের দল। ৯৮ ক্লাব টি২০’র ক্যারিয়ারে স্যামসনের এটি প্রথম সেঞ্চুরি। ডানহাতি ব্যাটসম্যানের চিত্তাকর্ষক ইনিংসটি ৮ চার ও ৫টি বিশাল ছক্কা দিয়ে সাজানো। ম্যারাথন ইনিংসে ১৯তম ওভারে স্পিনার এ্যাডাম জাম্পার বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়েই বোল্ড হন তিনি। আইপিএল এ স্যামসনের পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে। ইনিংসের সপ্তম ডেলিভারিতে ডেয়ারডেভিলস যখন তাদের প্রথম উইকেট হারায় তখনই স্যামসন ক্রিজে আসেন। আদিত্য তারে শূন্য রানে আউট হলে কেরালার এই তরুণ উইকেটে আসেন। প্রথম থেকেই তিনি সফরকারীদের রানরেট বাড়ানোর কাজে মগ্ন ছিলেন। ১৯তম ওভারের প্রথম বলে স্যামসন তার সেঞ্চুরি পূরণ করেন। জাম্পার পরের বলেই বোল্ড হন। এর আগে স্যামসনের ক্লাব টি২০’তে সর্বোচ্চ রান ছিল ৮৭। ২০১৫-১৬ মৌসুমে সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ঝাড়খ-ের হয়ে তিনি ওই রান করেছিলেন। স্যামসনের দুরন্ত ব্যাটিংয়ের ফলেই ২০১২ সালের পরে এই প্রথম ২০০ রানের বেশি দলীয় স্কোর গড়ে দিল্লী। প্রতিপক্ষকে ১০৮ রানে অলআউট করে তুলে নেয় ৯৭ রানের বড় জয়। ওদিকে স্টিভেন স্মিথের হঠাৎ অসুস্থতায় মহেন্দ্র সিং ধোনি দলে থাকা সত্ত্বেও এদিন পুনের নেতৃত্বে ছিলেন অজিঙ্কা রাহানে। গতবারও দলটির অধিনায়ক ছিলেন ধোনি। তবে তার অধীনে পারফর্মেন্স আশানুরূপ ছিল না। আট দলের মধ্যে সাতে থেকে শেষ করে। এবার আসর শুরুর আগেই নেতৃত্ব ছাড়েন ধোনি। মিডিয়ার গুঞ্জন, ভারতকে দু’দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ককে আসলে এবার দায়িত্ব থেকেই সরিয়ে দেয়া হয়েছেÑ দৃশ্যত সেটিই এখন সত্যি বলে মনে হচ্ছে।
×