ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবার সিপিএল মাতাবেন মিরাজ

প্রকাশিত: ০৫:১৬, ১৩ এপ্রিল ২০১৭

এবার সিপিএল মাতাবেন মিরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) বাংলাদেশ থেকে খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার বাংলাদেশ থেকে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সিপিএলে খেলবেন বাংলাদেশের উদীয়মান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তিনি ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলবেন। ব্র্যাড হগের পরিবর্তে খেলার সুযোগ পাচ্ছেন মিরাজ। সিপিএল তাকে খেলতে ডেকেছে। মিরাজকে দলে টেনেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি ত্রিনবাগো। ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান তারকা হগ জানিয়ে দিয়েছেন, এই মৌসুমে সিপিএলে খেলতে পারবেন না। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিএল এই দলবদলের খবর দিয়েছে। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে এবারের সিপিএলে সুযোগ পেলেন ১৯ বছর বয়সী মিরাজ। সাকিব খেলবেন পুরোনো দল জ্যামাইকা তালওয়াসের হয়ে। মিরাজের দল ত্রিনবাগোর অন্য বিদেশী খেলোয়াড়রা হলেন ব্রেন্ডন ম্যাককালাম, হাশিম আমলা, কলিন মুনরো, শাদাব খান ও হামজা তারিক। ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ভাইদ্বয় ও সুনীল নারাইনও আছেন ত্রিনবাগোতে। মিরাজ বলেছেন, ‘স্বাভাবিকভাবে ভাল লাগছে। বিপিএলের বাইরে এটি আমার প্রথম ফ্যাঞ্চাইজি লীগে খেলা। সাকিব ভাই তো আগে থেকেই এখানে খেলেন। এবার আমিও দ্বিতীয় বাংলাদেশী হিসেবে খেলব। লক্ষ্য থাকবে সাকিব ভাইয়ের মতো ভাল খেলা।’ এবারের সিপিএল শুরু হবে আগামী ১ আগস্ট। ফাইনাল ৭ সেপ্টেম্বর। তবে মিরাজ এ লীগে পুরোপুরি খেলতে পারবেন না। যখন সিপিএল শুরু হবে, তখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ থাকবে বাংলাদেশের। এমন মুহূর্তে সিপিএলে গিয়ে খেলার অনুমতি স্বাভাবিকভাবেই পাবেন না মিরাজ। তবে সময় সাপেক্ষ হতে কয়েকটি ম্যাচ খেলতেই পারেন। শ্রীলঙ্কা সফরে দারুণ বোলিং করেছেন মিরাজ। টি২০ থেকে অবসর নেয়া মাশরাফি বিন মর্তুজার প্রশংসাও কুড়িয়েছেন। শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের বড় প্রাপ্তি নাকি মিরাজ। এমনভাবে মিরাজের প্রশংসা করেছেন মাশরাফি। মিরাজকে নিয়ে মাশরাফি বলেছিলেন, ‘মেহেদী হাসান মিরাজই শ্রীলঙ্কা সফরে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ওর সীমিত ওভারে অভিষেক হলো এই সিরিজেই। ওর যেদিকটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে, সেটা হলো ও মানুষ হিসেবেও খুব ইতিবাচক। এই বিষয়টা আমাকে বিস্মিত করেছে। তৃতীয় ওয়ানডেতে আমি যখন ২৬তম ওভারে ব্যাট করতে গেলাম, তখন ওকে বলেছিলাম ৪১ ওভার পর্যন্ত ব্যাট করতে। অনেকগুলো উইকেট হারিয়ে ফেলায় ওই সময়ে আমরা ঠিক ভাল অবস্থায় ছিলাম না। সীমিত ওভারে প্রথমবারের মতো ব্যাট করতে নেমেই ও আমাকে বলল, এটা সম্ভব না। আমি কারণ জানতে চাইলাম। ও জবাব দিল, ম্যাচটায় আমাদের হারার সম্ভাবনাই, সেটা ১৫০ রানে হোক, আর দুই রানে হোক। এরচেয়ে ইতিবাচক থেকে খেলি, সেটা বরং জয়ের সুযোগ সৃষ্টি করতে পারবে। পরের ওভারে আমি দুইটা চার মারলাম, ও নিজেও মারল। তখন মিরাজ এসে আমাকে বলল, ভাই, এটাই আমাদের খেলা।
×