ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

৪ বলে ৯২ রান!

প্রকাশিত: ০৫:১৫, ১৩ এপ্রিল ২০১৭

৪ বলে ৯২ রান!

স্পোর্টস রিপোর্টার ॥ আশ্চর্যজনক ঘটনাই। বিশ্বের কোথাও এমনটি ঘটেনি। অথচ বাংলাদেশ ক্রিকেটে সেই নজির দেখা গেল। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে ঘটেছে এমন ঘটনা। চার বলে এক বোলার ৯২ রান দিয়েছেন। তিনি সুজন মাহমুদ। লালমাটিয়ার বোলার। শুনতে অবাস্তব মনে হতে পারে। কিন্তু এটিই বাস্তব। স্বীকৃত ক্রিকেট তো দূরে থাক, গলি কিংবা পাড়া-মহল্লা ক্রিকেটেও যা ঘটে না, তাই ঘটল বাংলাদেশ ক্রিকেটে। ঘটনাটি ঘটেছে ঢাকার দ্বিতীয় বিভাগ ক্রিকেটে মঙ্গলবারের ম্যাচে। এদিন ঢাকার সিটি ক্লাব মাঠে মুখোমুখি হয় লালমাটিয়া ও এ্যাক্সিওম। লালমাটিয়ার দেয়া ৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র চার বলে ৯২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় এ্যাক্সিওম। এর মধ্যে ব্যাট থেকে এসেছে অবশ্য ১২ রান। এছাড়া ৬৫টি ওয়াইড ও ১৫টি নো-বলের সৌজন্যে ৮০ রানই এসেছে অতিরিক্ত খাত থেকে। বোলার সুজন মাহমুদ ওয়াইড আর নো দিতেই থাকেন। সুজন বৈধ বল করেছেন চারটি। কিন্তু ১৩টি ওয়াইড দিয়েছেন। প্রতিটি ওয়াইডের সঙ্গে চার রান করে ‘বাই’ও হয়েছে। ‘নো’ বল করেছেন তিনটি। ওয়াইড থেকে এসেছে ৬৫ রান, ‘নো’ থেকে ১৫। এমন তো হওয়ার কথা না। যতই বাজে বোলার হোক, এমনভাবে কোন বোলার বোলিং করার কথা না। কিন্তু কেন এমন হলো? যতদূর জানা গেল লীগে বাজে আম্পায়ারিংয়ের প্রতিবাদে এমনটি করা হয়েছে। ম্যাচ শেষে এমন অদ্ভুত আচরণের কারণ জানতে চাইলে আম্পায়ারিং নিয়ে অভিযোগ তোলেন লালমাটিয়া ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তারা।
×