ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভেচ্ছাদূত বাশার

প্রকাশিত: ০৫:১৫, ১৩ এপ্রিল ২০১৭

চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুভেচ্ছাদূত বাশার

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রিকেট যখন খেলতেন। তখন তাকে ‘মিস্টার ফিফটি’ বলা হত। এখনও বলা হয়। তবে তিনি এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির সদস্য। তিনি হাবিবুল বাশার সুমন। বাংলাদেশের সফল অধিনায়কদের একজন। তাকে এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের শুভেচ্ছাদূত করা হয়েছে। বুধবার আইসিসি এ ঘোষণা দেয়। ২০০৬ সালে হাবিবুল বাশারের নেতৃত্বেই সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল বাংলাদেশ। দীর্ঘ ১১ বছর পর আবার এ বছর ১ জুন থেকে ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ সময় চলে গেলেও এবারের আসরেও থাকছেন জাতীয় দলের এই সাবেক অধিনায়ক। চ্যাম্পিয়ন্স ট্রফির এবাবের আসরে বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন তিনি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের সাবেক এই অধিনায়ককে বাংলাদেশের শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এদিন অংশগ্রহণকারী আট দলের জন্য আটজন শুভেচ্ছাদূত নির্বাচন করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। শুভেচ্ছাদূত হিসেবে হাবিবুল বাশারের সাথে আরও থাকছেন অস্ট্রেলিয়ার মাইক হাসি, ভারতের হরভজন সিং, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ, নিউজিল্যান্ডের শেন বন্ড, ইংল্যান্ডের ইয়ান বেল, শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা ও পাকিস্তানের শহীদ আফ্রিদি। এই আটজন শুভেচ্ছাদূত সবাই মিলে খেলেছেন ১৭৭৪ ওয়ানডে। ৪৮ সেঞ্চুরিতে করেছেন প্রায় ৫২ হাজার রান, উইকেট নিয়েছেন ৮৩৮টি। বাংলাদেশের হয়ে হাবিবুল বাশার খেলেছেন ১১১ ওয়ানডে। এর মধ্যে নেতৃত্ব দিয়েছেন দেশের পক্ষে রেকর্ড সর্বোচ্চ ৬৯ ম্যাচে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অংশ নিয়েছেন ২০০০, ২০০২ ও ২০০৬ সালে। শেষবার ২০০৬ সালে দলকে নেতৃত্বও দিয়েছেন। ইংল্যান্ডের এজবাস্টন, ওভাল ও কার্ডিফে আগামী ১ থেকে ১৮ জুন পর্যন্ত চলবে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে নিশান ট্রফি ট্যুর ও স্কুলের ছাত্রছাত্রীদের একটি ক্রিকেট ক্লিনিকে অংশ নেবেন শুভেচ্ছাদূতেরা। টুর্নামেন্ট চলার সময় ম্যাচ বিশ্লেষণ করে লিখবেন কলাম। আইসিসির দেয়া দায়িত্বটাকে বিরাট সম্মান হিসেবেই দেখছেন হাবিবুল। বলেছেন, ‘আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছাদূতদের একজন হতে পারাটা আমার জন্য অনেক বড় গৌরবের। আইসিসির একটি আয়োজনের প্রচারণায় অংশ নেয়ার চেয়ে তৃপ্তিদায়ক কাজ খুব বেশি নেই। শীর্ষ আটটি দল এখানে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াইয়ে নামবে। আমার জন্য এটি বড় একটা সুযোগ।’ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও পাকিস্তান অংশ নেবে।
×