ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিএপির নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

প্রকাশিত: ০৪:১৫, ১৩ এপ্রিল ২০১৭

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

বাংলাদেশ এ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টসের (বিএপি) নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যথাক্রমে অধ্যাপক ডাঃ মোঃ ওয়াজিউল আলম চৌধুরী এবং অধ্যাপক ডাঃ মোহিত কামাল। এছাড়া একমাত্র দফতর সম্পাদক ব্যতীত কোষাধ্যক্ষ পদে ডাঃ অভ্র দাশ ভৌমিকসহ অন্য পদের প্রার্থীরাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। গত ১১ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে দফতর সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ডাঃ একেএম খলিকুজ্জামান। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি ডাঃ গোপাল শঙ্কর দে, ডাঃ ঝুনু শামসুন নাহার ও ডাঃ মোঃ আজিজুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ দেলোয়ার হোসাইন ও ডাঃ রমেন্দ্র কুমার সিনহা (রয়েল)। সাংগঠনিক সম্পাদক ডাঃ মোহাম্মদ জিল্লুর রহমান খান, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডাঃ মেখালা সরকার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডাঃ সিফাত-ই-সাঈদ ও সমাজকল্যাণ সম্পাদক ডাঃ সুস্মিতা রায়। সদস্যবৃন্দ হলেন ডাঃ আব্দুল্লাহ্ আল মামুন হুসাইন, ডাঃ কাওসার আহমেদ, ডাঃ এমএ সালাম, ডাঃ মহাদেব চন্দ্র ম-ল, ডাঃ মাহ্মুদ হাসান, ডাঃ মোঃ ফারুক আলম, ডাঃ মোঃ খসরু পারভেজ চৌধুরী, ডাঃ এম এম এ সালাহউদ্দিন কুসুর বিপ্লব, ডাঃ মোহাম্মদ তারিকুল আলম, ডাঃ নিয়াজ মোহাম্মদ খান, ডাঃ নিলুফার আক্তার জাহান ও ডাঃ সৈয়দ ফাহীম শাম্স প্রমুখ। সংগঠনের বার্ষিক সাধারণ সভায় সারাদেশ থেকে আগত সাইকিয়াট্রিস্টদের উদ্দেশে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের মানসিক স্বাস্থ্যসেবাকে বিশ্ব পর্যায়ে উন্নীত করার জন্য তারা একযোগে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতে তারা আরও ব্যাপক কর্মসূচী গ্রহণ করবেন। এর আগে নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মোহিত কামাল দেশে বিদ্যমান সমস্ত কুসংস্কার দূর করার জন্য মানসিক স্বাস্থ্যসেবা দেয়ার পাশাপাশি সবাইকে আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি
×