ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শুল্ক সুবিধার অপব্যবহারে গার্মেন্টস এক্সেসরিজ কারখানা সিলগালা

প্রকাশিত: ০৪:০৭, ১৩ এপ্রিল ২০১৭

শুল্ক সুবিধার অপব্যবহারে গার্মেন্টস এক্সেসরিজ কারখানা সিলগালা

অর্থনৈতিক রিপোর্টার ॥ শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের দায়ে গাজীপুরের কোনাবাড়িতে ইলফাত এক্সেসরিজ নামে একটি গার্মেন্টস এক্সেসরিজ কারখানা সিলগালা করে দিয়েছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। গত মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বন্ড সুবিধায় আনা কাঁচামাল উৎপাদনে ব্যবহার না করে অবৈধভাবে অপসারণ করা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ইলফাত পলি প্যাকেজিং এ্যান্ড এক্সেসরিজ প্রাইভেট লিমিটেডের গুদামে অভিযান চালানো হয়। গোয়েন্দা দল তদন্ত করে বন্ড গুদামের স্থিতি অপেক্ষা ২০৩ টন কাঁচামাল কম পায়; যা ফ্যাক্টরি কর্তৃপক্ষ অবৈধভাবে অপসারণ করে খোলাবাজারে বিক্রি করে। অপসারণকৃত পণ্যের মধ্যে আছে ডুপ্লেক্স বোর্ড ৭৬ টন ও পলি দানা ১২৭ টন। এসব কাঁচামালের বাজার মূল্য প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা। এতে শুল্ককরাদির পরিমাণ প্রায় ৭০ লাখ টাকা। তিনি আরও জানান, কাঁচামাল রফতানিকারক গার্মেন্টস ফ্যাক্টরির জন্য প্রতিষ্ঠানটি এক্সেসরিজ (পলিব্যাগ, হ্যাংগার, ব্যাকবোর্ড, নেক বোর্ড ইত্যাদি) তৈরি করার শর্তে বিনা শুল্কে আমদানির বন্ড লাইসেন্স নিয়েছিল। কিন্তু দেখা যায়, কম প্রাপ্ত কাঁচামাল বন্ড সুবিধার অপব্যবহার করে খোলা বাজারে বিক্রি করা হয়েছে। ব্যক্তিগত লাভের উদ্দেশ্যে এটি করা হয়েছে তা প্রতীয়মান হয়। তিনি বলেন, এতে ওই কোম্পানি বন্ড লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছে। এটা শাস্তিযোগ্য অপরাধ।
×