ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এবার করদাতাদের জন্য হালখাতার আয়োজন করছে এনবিআর

প্রকাশিত: ০৪:০৭, ১৩ এপ্রিল ২০১৭

এবার করদাতাদের জন্য হালখাতার আয়োজন করছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ করদাতাদের বকেয়া রাজস্ব পরিশোধের সুযোগ দিতে প্রথমবারের মতো ‘হালখাতা’ আয়োজন করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চৈত্রসংক্রান্তিতে দেশের সব আয়কর, শুল্ক ও মূসক কমিশনারের কার্যালয়ে দিনব্যাপী এ হালখাতা অনুষ্ঠিত হবে। করদাতারা এ আয়োজনকে স্বাগত জানালেও বকেয়া কর পরিশোধে কিছুটা ছাড় চান। আর ব্যবসায়ীদের মতে, এ উদ্যোগ এনবিআরের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে। সেই সঙ্গে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে আরও কার্যকর করার পরামর্শ দিয়েছেন তারা। পুরনো লেনদেন হালনাগাদ করে হিসেবের নতুন খাতা চালু। পয়লা বৈশাখে হালখাতার আয়োজন ব্যবসায়ীদের কাছে খুবই পরিচিত বিষয়। হালখাতার এ রীতি চলছে সম্রাট আকবরের আমল থেকে। এদিন পুরনো দেনা-পাওনা বুঝে নিয়ে ক্রেতাদের মিষ্টি দিয়ে আপ্যায়নই শুধু নয়, দেয়া হতো নানা উপহারও। এই রীতির আদলে প্রথমবারের মতো সারাদেশে হালখাতা করতে যাচ্ছে এনবিআর। বকেয়া রাজস্ব সংগ্রহে দেশের সব আয়কর, শুল্ক ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে বাংলা বছরের শেষ দিন এ হালখাতা করা হবে। সাধারণ ব্যবসায়ীরা মনে করেন, এনবিআরের এই উদ্যোগ নতুন সংস্কৃতির জন্ম দেবে। এক্ষেত্রে বকেয়া পরিশোধে ছাড় দেয়া হলে অনেকে উৎসাহিত হবে বলে মত তাদের। তবে প্রথমবারের মতো হালখাতা হওয়ায় খুব বেশি রাজস্ব আসবে না বলে মত এই ব্যবসায়ী নেতার। এ ক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা জোরদার করার পরামর্শ তার। বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে এনবিআরের পাওনা ৩৪ হাজার ২৮২ কোটি টাকা। এর মধ্যে সরকারী প্রতিষ্ঠানের কাছে ১৭ হাজার, স্বায়ত্তশাষিত প্রতিষ্ঠানের কাছে সাড়ে সাত হাজার ও বেসরকারী খাতে বকেয়া প্রায় ১১ হাজার কোটি টাকা।
×