ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আইএফআইসি’র রাইট ইস্যু

হাইকোর্টের রায় স্থগিত

প্রকাশিত: ০৪:০৪, ১৩ এপ্রিল ২০১৭

হাইকোর্টের রায় স্থগিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ার ইস্যু নিয়ে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে চেম্বার জজ। সোমবার আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের আবেদন ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে চেম্বার জজে আপীল করে কোম্পানিটি। কোম্পানির আপীলের পরিপ্রেক্ষিতে এ রায় দেয় চেম্বার জজ। এ বিষয়ে কোম্পানি সচিব মোঃ মোকাম্মেল বলেন, হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছে চেম্বার জজ। পরবর্তী কার্যক্রম বিএসইসি, ডিএসই ও সিএসইস সঙ্গে আলাপ করে নেয়া হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আইনজীবী তাকে ফোনে জানিয়েছেন। কাগজপত্র হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে। এর আগে গত ১৫ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। ব্যাংকটি ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ছাড়তে চেয়েছিল। কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতিটি রাইট শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। আইএফআইসি ব্যাংকের রাইট শেয়ারের জন্য আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা ছিল আগামী ৩১ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১২ এপ্রিল। অকারণে দর বাড়ছে হাক্কানী পাল্পের অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার এ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানি হাক্কানী পাল্প এ্যান্ড পেপার লিমিটেডের শেয়ার দর বাড়ার কোন কারণ নেই। কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোন রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে। বিশ্লেষণে দেখা যায়, গত ১০ এপ্রিল থেকে কোম্পানিটির শেয়ার দর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ৫৮ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে সর্বশেষ ৬২ টাকা ৭০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে।
×