ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টুকরো খবর

প্রকাশিত: ০৩:৫৭, ১৩ এপ্রিল ২০১৭

টুকরো খবর

আয়ুর্বেদিক কারখানা সিল ॥ মালিক আটক স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ শহরের মাসকান্দা বিসিক শিল্প নগরীর ভেতর ফাস্ট ফার্মাসিউটিক্যাল নামে আয়ুর্বেদিক একটি ওষুধ কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে বুধবার সকালে। অনুমোদনহীন ভেজাল ও কেমিক্যালযুক্ত যৌন উত্তেজক ওষুধ উৎপাদনের অভিযোগে কারখানা মালিক কর্তৃপক্ষ নূর মোহাম্মদ আকন্দকে আলাদা ৩টি আইনে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাস করে ৯ মাসের কারাদ- দিয়েছে আদালত। এছাড়া কারখানাটি সিলগালা করে বন্ধ করে দিয়েছে আদালত। এ সময় প্রথমে কারখানা থেকে ম্যানেজারসহ চার কর্মচারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে শহরের নাটকঘর লেন এলাকার বাসা থেকে কারখানা মালিক নূর মোহাম্মদ আকন্দকে গ্রেফতার করে আটক চার কর্মচারীকে ছেড়ে দেয়া হয়। পুলিশের সহায়তায় ময়মনসিংহের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিম ও স্থানীয় ড্রাগ সুপার সাখাওয়াত হোসেন রাজু আকন্দ এই অভিযান পরিচালনা করেন। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফয়সল বিন করিম জানান, মেনফাস্ট নামে যৌন উত্তেজক যে ট্যাবলেটটি পাওয়া গেছে তাকে মানবদেহের জন্য ক্ষতিকারক কেমিক্যাল রয়েছে। অনুমোদনবিহীন এরকম বেশ কিছু ওষুধ উৎপাদন করে আসছিল কারখানার মালিক কর্তৃপক্ষ। এছাড়া ২০১৫ সালের পর থেকে ফাস্ট ফার্মাসিউটিক্যালের লাইসেন্স নবায়ন করেনি। সড়ক নির্মাণে অনিয়ম নিজস্ব সংবাদদাতা, বাউফল, ১২ এপ্রিল ॥ বাউফলের মদনপুর ইউনিয়নের কাগুজিপুল থেকে মৃধার হাট চন্দ্রপাড়া অভিমুখী ১ হাজার ৯০০ মিটার দৈর্ঘ্য একটি কার্পেটিং সড়কের কাজ চলছে নিম্নমানের সামগ্রী দিয়ে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অধীনে ৯২ লাখ টাকা ব্যয়ে পটুয়াখালীর মেসার্স কেকে এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সড়কটির নির্মাণকাজ করছে। জানা গেছে, ২০১৪-১৫ অর্থবছরে এই সড়কটির টেন্ডার হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার বন মেকাডম (ডাব্লিউ বি এম) পর্যন্ত কাজ করে। এরপর প্রায় ২ বছর পর্যন্ত সড়কটির নির্মাণকাজ ফেলে রাখে। ফলে স্থানীয় লোকজন দুর্ভোগের শিকার হন। গত কয়েক দিন আগে পুনরায় সড়কটির নির্মাণকাজ শুরু হলেও অভিযোগ রয়েছে, অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। স্টিমেট অনুযায়ী কাজ করা হচ্ছে না। বিধি অনুযায়ী নির্মাণকাজ শুরু হওয়ার পর সংশ্লিষ্ট দফতরের একজন উপ-সহকারী প্রকৌশলী এবং কার্য সহকারীর তদারকি করার কথা থাকলেও তাদের কোন দেখা নেই। সড়কটির নিম্নমানের কাজ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ওই কাজের তদারকি কর্মকর্তা এসও আব্বাসের সঙ্গে কথা বলা হলেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। গোপন বৈঠক ॥ জামায়াতের ৬ নেতা আটক নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ১২ এপ্রিল ॥ গোপন বৈঠক করার সময় মঙ্গলবার রাতে রায়পুর উপজেলায় জামায়াতের ছয় নেতাকে আটক করেছে পুলিশ। উপজেলার মধ্য কেরোয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি মোটরসাইকেল, বিপুল পরিমাণ সরকার বিরোধী লিফলেট ও বই জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন জামায়াতের আমির দেলোয়ার হোসেন, জামায়াত নেতা হারুনুর রশিদ, ইব্রাহিম, শহিদ উল্যা, আলী আহম্মেদ ও মফিজুল ইসলাম। তারা বিভিন্ন শাখার দায়িত্বশীল নেতা। আটক ব্যক্তিদের বাড়ি উপজেলার কেরোয়াসহ বিভিন্ন গ্রামে। পুলিশ জানায়, ঘটনার সময় উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা জামায়াতের ২০-২৫ নেতাকর্মী একটি ঘরে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয়। এ সময় ছয় নেতাকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়। উত্তরপত্র তৈরিকালে ২ শিক্ষক আটক নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী, ১২ এপ্রিল ॥ এইচএসসির প্রশ্নপত্র ফাঁস করে শিক্ষার্থীদের অসদুপায় অবলম্বনে সহায়তা করার অভিযোগে পটুয়াখালীতে দুই শিক্ষককে দুই বছর করে কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের একজনকে কারাদ- ছাড়াও আরও দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিট্রেট অনুপ দাশের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল এ সাজা প্রদান করেন। দ-িত দুই শিক্ষককে জেলহাজতে পাঠানো হয়েছে। পটুয়াখালী শহরের হাজী আক্কেল আলী কলেজের হল সুপার খলিলুর রহমান ও ছোটবিঘাই হাজী মোক্তার আলী কলেজের কম্পিউটার শিক্ষক শফিকুল ইসলামকে প্রশ্নপত্র ফাঁস করে উত্তরের নকল তৈরিকালে আটক করে পুলিশ। পরিত্যক্ত সাত ককটেল উদ্ধার নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ এপ্রিল ॥ নলডাঙ্গার রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি ককটেল, পেট্রোল বোমা তৈরির একটি খালি বোতল ও একটি ক্যাপাসিটার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মাধনগর ইউনিয়নের বিল জোয়ানী গ্রামের রেললাইনের পাশ থেকে মালামালগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানান, মাধনগর ইউনিয়নের বিল জোয়ানী গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে রেললাইনের পাশের জমি থেকে পরিত্যাক্ত অবস্থায় ৭টি ককটেল, পেট্রোল বোমা তৈরির একটি খালি বোতল ও একটি ক্যাপাসিটার উদ্ধার। ২০ মণ জাটকাসহ আটক ৩ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ লৌহজং উপজেলার পদ্মা নদী থেকে ২০ মণ জাটকাসহ ৩ ব্যক্তিকে আটক করেছে মাওয়া কোস্টগার্ড। মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তারা এ জাটকা জব্দ করেন। আটককৃতরা হলেন, দোলন হালদার, আলমগীর মাদবর, আবুল কাশেম। মাওয়া কোস্টগার্ড বাহার জানান, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর ৫টা পর্যন্ত শিমুলিয়ায়পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালানোর সময় একটি ট্রলার থেকে ২০ মণ জাটকাসহ ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম শাহিন তাদের প্রত্যেককে ৫ হাজার করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন। দুর্গত এলাকা ঘোষণার দাবিতে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ এপ্রিল ॥ অকাল বন্যায় দুর্গত খালিয়াজুরি উপজেলাকে ‘দুর্গত এলাকা’ ঘোষণা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের দাবিতে বুধবার মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। বেলা ১১টায় ‘খালিয়াজুরির সচেতন ছাত্র সমাজ’ এর ব্যানারে জেলা সদরের মোক্তারপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, খালিয়াজুরি উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুজ্জামান সিদ্দিকী সোয়েব, দেওয়ান রহমত আলী, শ্যামল সরকার, রবিউল আওয়াল শাওন, স্বাগত সরকার শুভ, আবুল কালাম, আজহারুল ইসলাম নান্টু, সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী, সঞ্জয় সরকার, তানভীর জাহান চৌধুরী প্রমুখ। বক্তারা এ সময় বলেন, খালিয়াজুরি উপজেলার কৃষকদের সব ধরনের ঋণ মওকুপ, ১০ টাকা কেজি দরে চাল বিতরণ, ভিজিএফ এবং ভিজিডি’র বরাদ্দ বৃদ্ধি এবং বাঁধ ভাঙ্গার কারণে পাউবো’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবি করেন। গম ক্রয় শুরু না হওয়ায় বঞ্চিত কৃষক সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ১২ এপ্রিল ॥ চলতি মৌসুমের গম সংরক্ষণ অভিযান (ক্রয়) শুরু না হওয়ায় কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছে না। ১৫ দিন আগেই পীরগঞ্জ উপজেলার সকল কৃষক জমি থেকে গম মাড়াই কাজ শেষ করেছে। অনেকেই বিক্রি করার জন্য গ্রামের হাট-বাজারে নিয়ে যাচ্ছে। ন্যায্য মূল্য না পেয়ে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বুধবার সকালে পীরগঞ্জ কলেজ বাজারে গিয়ে গম বিক্রি করতে আসা সিংগারোল গ্রামের কৃষক মোঃ ইউসুফ আলী, পটুয়াপাড়া গ্রামের মোঃ দুলাল ও জাবরহাট এলাকার মোঃ সলেমান আলী জানান প্রতি কেজি গম ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। গম ব্যবসায়ীদের সিন্ডিকেট ও সরকারীভাবে ক্রয় শুরু না হওয়ায় আমরা গমের ন্যায্য মূল্য না পেয়ে পারিবারিক সমস্যার কারণে কম দামে গম বিক্রি করছি। উপজেলা কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, এ বছরে পীরগঞ্জ উপজেলায় ১৪ হাজার ১০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল বাড়ি ২৪/২৫/২৬/২৭/২৮/৩০ জাতের সহ কিছু ভারতীয় স্বর্ণা জাতের গম আবাদ করেছে কৃষকরা। গমের বাম্পার ফলন হলেও উৎপাদন গত বছরের তুলনায় কিছুটা কম হয়েছে। সরকারী খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন রানা জানান, বুধবার পর্যন্ত সরকারীভাবে গম ক্রয়ের কোন নির্দেশনা পাওয়া যায়নি। পার্বতীপুরে শিশু ধর্ষিত নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর, ১২ এপ্রিল ॥ পার্বতীপুরে ৫ বছরের শিশুকন্যা ধর্ষিত হয়েছে। তার পিতার নাম হাসিনুর রহমান। বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের দক্ষিণ হরিরামপুর গ্রামে। মঙ্গলবার রাতে একই গ্রামের মতিনের পাষ- পুত্র মেজবাউল ইসলাম আতু শিশুটিকে তুলে নিয়ে গিয়ে ধানক্ষেতের সেচ পাম্পের ঘরে এ ঘটনা ঘটায়। ঘটনার অল্প সময়ের মধ্যে গ্রামবাসীরা ছেলেকে আটক করে রাত ১০টার দিকে পুলিশে সোপর্দ করে। অসুস্থ শিশুটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাল্যবিয়ে রোধে সভা নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১২ এপ্রিল ॥ বুধবার সকালে নওগাঁর নিয়ামতপুরে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ সম্পর্কে অবহিতকরণ সভা ও সামাজিক অপরাধ প্রতিরোধকল্পে করণীয়, শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলম সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেনÑ উপজেলা পরিষদের চেয়ারম্যান এনামুল হক। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম প্রমুখ। দেয়াল ধসে মাদ্রাসা ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর খানজাহান আলী থানা আটরা এলাকার শামসুল উলুম মাদ্রাসার নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে নাসরুল্লাহ (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আব্দুল্লাহ জোবায়ের (১৩) নামে আরেক ছাত্র গুরুতর আহত হয়েছে। বুধবার সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। আহত ছাত্রকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, প্রতিদিনের মতো কোরান অধ্যায়ন শেষে সকালে হাফেজি পড়ুয়া ১০-১২ ছাত্র আটরা শামসুল উলুম মাদ্রাসার নির্মাণাধীন ভবনের একটি কক্ষে বিশ্রাম নিচ্ছিল। ওই মাদ্রাসার কাছেই ট্রেন লাইন। একটি ট্রেন যাওয়ার সময় প্রচ- ঝাঁকুনিতে ওই কক্ষের নির্মাণাধীন দেয়ালের একটি অংশ ওই দুই ছাত্রের শরীরের ওপর ভেঙ্গে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। নিহত নাসরুল্লাহর বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলার বালুর চর গ্রামে। গণহিস্টিরিয়ায় ২০ শিক্ষার্থী অসুস্থ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ এপ্রিল ॥ দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে ২০ শিশু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হান্নান জানান, পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠদান করার সময় শিখা (১১) নামে এক ছাত্রী হঠাৎ বেঞ্চ থেকে পড়ে যায়। তারপর একে একে পঞ্চম ও তৃতীয় শ্রেণীর আরও অন্তত ২০ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১৫ জনকে দেওয়ানগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে তৃতীয় শ্রেণীর ছাত্র ইমামুল, ছাত্রী কাজল, পঞ্চম শ্রেণীর মিজানুর, জুথি, নোমান, বাপ্পী, আশরাফ, নাঈম, মজিদ, এনামুল ও মুক্তা। ১১ মর্টারশেল উদ্ধার স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেট নগরীর দরগা মহল্লা এলাকায় বুধবার ড্রেন খননের সময় সেখান থেকে ১১ মর্টারশেল উদ্ধার করা হয়েছে। নগরীর পরিচ্ছন্নতা রক্ষা ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে ড্রেন খনন কার্যক্রম চলছে। এর অংশ হিসেবে দরগা মহল্লা এলাকায় মাজারের পেছনের অংশে মেডিক্যাল কলেজের ছাত্রাবাসের পাশের ড্রেন খনন করার সময় শ্রমিকরা মর্টারশেলগুলোর সন্ধান পান। মর্টালশেলগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের বলে ধারণা করা হচ্ছে। ১১ কোটি টাকার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে ১১ কোটি ১০ লাখ টাকার ৩ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার ভোরে সাবরাং ম-লপাড়া এলাকায় বিজিবি এ অভিযান চালায়। তবে ও সময় কাউকে আটক করতে পারেনি। টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। পোশাক কর্মীকে উত্ত্যক্ত ॥ বখাটের দ- স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ পোশাক কর্মীকে উত্ত্যক্ত করার দায়ে এক বখাটে যুবককে ছয় মাসের কারাদ- প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দ-িত আবিদুর রহমান দীর্ঘদিন ধরে একটি মেয়েকে উক্ত্যক্ত করে আসছিল। বুধবার সকালে বায়েজিদ বোস্তামী থানার বেলতলা আর্মি কলোনি এলাকায় তাকে হাতেনাতে পাকড়াও করে এ দ- প্রদান করা হয়। পুলিশ জানায়, আবিদুর রহমান অনেক দিন ধরে ওই গার্মেন্ট কর্মীকে নানাভাবে উত্ত্যক্ত করছিল। দায়িত্বরত পুলিশ সকাল সাড়ে ৮টার দিকে তাকে ধরে ফেলে। মেয়েটিও জানায়, তাকে হেনস্থা করার কথা। তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের নেতৃত্বে বসানো ভ্রাম্যমাণ আদালত আবিদকে ছয় মাসের কারাদ- দেন। পত্রিকা বিক্রেতা খুন ॥ গ্রেফতার এক নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ১২ এপ্রিল ॥ কুমিল্লায় ফারুক হোসেন নামের এক পত্রিকা বিক্রেতাকে নৃশংসভাবে হত্যা করার সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া ঘাতকের জুতার সূত্র ধরে সোলেমান নামে এজাহারনামীয় প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ নৃশংস হত্যাকা-ের ৩২ ঘণ্টার মধ্যে বুধবার দুপুরে জেলার বুড়িচং উপজেলার ছয়ঘরিয়া এলাকা থেকে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোলেমান নিহত ফারুকের ঘাতক বলে পুলিশ দাবি করেছে। সোলেমান জেলার বুড়িচং উপজেলার ষোলনল গ্রামের সাকু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, দ্রুত বিচারসহ বিভিন্ন অভিযোগে ৬টি মামলা রয়েছে। জমি নিয়ে সংঘর্ষ ॥ ৬ পুলিশ আহত নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ এপ্রিল ॥ বকশীগঞ্জ উপজেলায় বুধবার দুপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের সময় পুলিশ দুই পক্ষকে ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শকসহ ৬ পুলিশ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ পাঁচজনকে আটক করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বটতলা গ্রামের টারু মিয়া ও আইরমারী খানপাড়া গ্রামের আবদুস সালামের সঙ্গে একখ- জমি নিয়ে বিরোধ রয়েছে। টারু মিয়ার লোকজন বুধবার দুপুর ১২টার দিকে বিরোধপূর্ণ ওই জমিতে পাটবীজ বপন করতে গেলে আবদুস সালামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা দেয়। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
×