ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাবি নির্মূল কমিটির সভাপতি রবিউল, সম্পাদক মামুন

প্রকাশিত: ০৩:৫৫, ১৩ এপ্রিল ২০১৭

রাবি নির্মূল কমিটির সভাপতি রবিউল, সম্পাদক মামুন

রাবি সংবাদদাতা ॥ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০১৭-১৮ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের মামুন-অর-রশিদ। বুধবার বিকেলে সংগঠনটির চতুর্থ সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল। এদিন সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি একাত্তরের ঘাতক দালাল কমিটির কেন্দ্রীয় সহসভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী। রাবি শাখা নির্মূল কমিটির সদ্যবিদায়ী সভাপতি মতিউর রহমান মর্তুজার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, কেন্দ্রীয় নেতা অধ্যাপক সুজিত সরকার, রাজশাহী জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, রাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম শান্তনু প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৭১ সদস্যবিশিষ্ট কমিটির ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে সহসভাপতি তিন জন, সহসাধারণ সম্পাদক চার জন ও সাংগঠনিক সম্পাদক রয়েছেন পাঁচ জন। এছাড়া দফতর, প্রচার ও অর্থ-সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। যশোরে যুবলীগের আহ্বায়ক কমিটি নিয়ে বিক্ষোভ অব্যাহত স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে তৃণমূলের মতামত ছাড়াই কেন্দ্র থেকে যশোর সদর ও শহর যুবলীগের আহ্বায়ক কমিটি করায় তা নিয়ে যশোরে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রয়েছে। বুধবার দুপুরে তৃতীয় দিনের মতো এই কর্মসূচী পালন করা হয়। কেন্দ্র ঘোষিত এই কমিটি বাতিলের দাবিতে এ দিন প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এর আগে একই দাবিতে মঙ্গলবার দুপুরে ও সোমবার বিকেলে যশোর শহরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগের নেতাকর্মীরা। তৃণমূলের নিবেদিত নেতাকর্মীদের পরিবর্তে ছাত্রদল নেতা, শীর্ষ সন্ত্রাসীসহ চিহ্নিত অপরাধী ও বিতর্কিতদের সমন্বয়ে ওই কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তুলে নেতৃবৃন্দ এসব কর্মসূচী পালন করছেন। এর আগে বাঘারপাড়া ও অভয়নগর যুবলীগের আহ্বায়ক কমিটি নিয়েও স্থানীয় পর্যায়েও পক্ষে-বিপক্ষে সভা সমাবেশ হয়েছে। বুধবারের কর্মসূচীতে অংশ নেন জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আজাহার হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক রমজান আলী প্রমুখ।
×