ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

তালতলীতে ইউপি নির্বাচন

চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা ॥ আহত ১০

প্রকাশিত: ০৩:৫৪, ১৩ এপ্রিল ২০১৭

চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা ॥ আহত ১০

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১২ এপ্রিল ॥ তালতলী উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়নের বিএনপি চেয়ারম্যান প্রার্থী খান শাহ আলম (আলো মাস্টার) চামুপাড়া বাড়িতে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রার্থীর স্ত্রী জাহানারা আক্তার ডলি, ছেলে ওমর আবদুল্লা শাহীন ও ভাইয়ের ছেলে মশিউর রহমান লেলিন, সমর্থক আবুল কালাম আজাদ, সগির দফাদার ও জিন্নাত জোমাদ্দারসহ ১০ জন আহত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার রাত ৮ টার দিকে জয়ালভাঙ্গা বাজার বিএনপি ও আওয়ামী লীগ কর্মীসমর্থকদের সাথে বহিরাগত লোকজন নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রাত ৯ টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি প্রার্থী খান শাহ আলম বাড়িতে হামলা করে। এতে বাধা দিলে সন্ত্রাসীরা প্রার্থীর বসতঘর ও কাছারিঘর ভাংচুর ও ১০ জনকে পিটিয়ে আহত করেছে। বিএনপি প্রার্থী খান শাহ আলমের ছেলে ওমর আবদুল্লা শাহিন জানান ভোটার যাতে ভোট কেন্দ্রে যেতে না পারে সে জন্য আওয়ামী লীগ প্রার্থী মোঃ দুলাল ফরাজী তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার বাড়িতে হামলা করেছে। বিএনপি প্রার্থী খান শাহ আলম অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী দুলাল ফরাজীর আত্মীয় মালেক ও মজিবুুর রহমানের নেতৃত্বে ৯০/১০০ ক্যাডার দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলে এসে আমার বসতঘরসহ দুটি ঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে। এতে বাধা দিলে সন্ত্রাসীরা আমার স্ত্রী জাহানারা আক্তার ডলি, ছেলে ওমর আবদুল্লা শাহীন ও ভাইয়ের ছেলে মশিউর রহমান লেলিন সমর্থক আবুল কালাম আজাদ, সগির দফাদার ও জিন্নাত জোমাদ্দারকে মারধর করেছে। তিনি আরও বলেন, অবস্থা বেগতিক দেখে আমি আত্মরক্ষায় (শাহ আলম) ৫ রাউন্ড বন্দুকের ফাঁকা গুলি ছুড়েছি। শাবি ছাত্রলীগ সভাপতিসহ তিন কর্মীর বিরুদ্ধে মামলা যৌন হয়রানি শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ তিন কর্মীর বিরুদ্ধে মামালা করা হয়েছে। ওই ছাত্রীর মা বুধবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বিচারক মোহিতুল হক মামলা আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অন্য আসামি হলেন, সমাজকর্ম বিভাগের মাহমুদুল হাসান রুদ্র ও পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ রিয়াদসহ ৪/৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত শনিবার শাবি ক্যাম্পাসে ঘুরতে এসে যৌন হয়রানির শিকার হন এসএসসি পরীক্ষা দেয়া পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রী।
×