ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

চৈত্রসংক্রান্তি

ডুগনি নৃত্যে মুখর মির্জাপুর

প্রকাশিত: ০৩:৫২, ১৩ এপ্রিল ২০১৭

ডুগনি নৃত্যে মুখর মির্জাপুর

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ১২ এপ্রিল ॥ শিবপূজা ও চৈত্র উৎসবে ঢাকের গুড় গুড় শব্দ এবং সন্যাসীদের ডুগনি নৃত্যে মির্জাপুরের গ্রামবাংলা এখন মুখর। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে এখন বইছে উৎসবের আমেজ। শিবপূজাকে কেন্দ্র করে নীলপাট (দেলঠাকুর/লম্বা কাঠের তৈরি শিবমূর্তি) মাথায় নিয়ে সন্যাসীরা দলে দলে এগ্রাম ওগ্রাম ঘুরে বেড়াচ্ছেন। তারা নেচে গেয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি মাগন মাগছেন। এই নৃত্য ও ডুগনি গান চলে গভীর রাত পর্যন্ত অনেক ভক্ত মানত করে সন্যাসীদের আপ্যায়ন করাচ্ছেন। ভক্তরা রাতে সন্যাসীদের মানত করে সেবা ও চাল ডাল ও ফলমূল দিচ্ছেন। রাতে ভক্তের বাড়িতে হয় পূজা অর্চনা ও সঙ খেলা। এই শিবপূজা অনুষ্ঠানে যে পুরোহিতের কাজ করে থাকেন তাকে বলা হয় মাত্থুমা। ‘গৌর রূপে যাই বলিহারি, রূপে আমি একা ভুলি নাই/ভুইলাছে সকল পুরুষ-নারী’। বুধবার মির্জাপুর উপজেলা সদরের সাহাপাড়ায় গিয়ে দেখা গেছে হিন্দু সম্প্রদায়ের বাড়ি বাড়ি চলছে সন্যাসীদের এমন ডুগনি গানের নৃত্য। প্রতি বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহে শিবপূজার কার্যক্রম শুরু হয়। অনেক গ্রামে চৈত্রসংক্রান্তির এক সপ্তাহ আগে নীলপাট (দেলঠাকুর) স্থান করানো হয়। গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন যৌথভাবে মিলেমিশে এ পূজা করে থাকেন। চৈত্রসংক্রান্তির দুইদিন আগে দেলখাটনা (নৃত্য) শেষ হয়। পর দিন চলে হর-গৌরীর নৃত্য। এদিন সন্যাসীরা হর-গৌরী সেজে বাড়ি বাড়ি নেচে গেয়ে মাগন তুলবেন। এ বছর পঞ্জিকা বা হিন্দু সম্প্রদায়ের তিথি মতে বৃহস্পতিবার হবে হর-গৌরী উৎসব। এদিন হর-গৌরী উৎসবের পাশাপাশি বাঘ-ভালুক ও বেদে-বেদেনী সেজে বাড়ি বাড়ি বা পাড়া-মহল্লায় নেচে গেয়ে মাগন ও অর্থকড়ি তুলবেন সন্যাসীরা। চৈত্রসংক্রান্তি ও পহেলা বৈশাখ উপলক্ষে মির্জাপুর সদরের পোষ্টকামুরী, আন্ধরা ও মির্জাপুর সাহাপাড়ায় শুক্রবার ও শনিবার চরকপূজা অনুষ্ঠিত হবে। চরকপূজায় পিঠে বড়শি বিধিয়ে চরক গাছে ঘুরানো হবে।
×