ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হামলার নেপথ্যে ইভানকা

প্রকাশিত: ০৩:৫০, ১৩ এপ্রিল ২০১৭

হামলার নেপথ্যে ইভানকা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিরিয়ার মিসাইল হামলায় প্রেরণা যুগিয়েছেন তার মেয়ে ইভানকা। ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প স্কটল্যান্ড থেকে বলেছেন, গ্যাস হামলায় বিপর্যস্ত শিশুদের ছবি দেখে বিচলিত হয়ে ওঠেন ইভানকা। তিনি তার পিতাকে কিছু একটা করার জন্য উদ্বুদ্ধ। এ কারণে অনিচ্ছা সত্ত্বেও তিনি সিরিয়ায় আসাদের বিমান ঘাঁটি লক্ষ্য করে টোমাহক মিসাইল চালানোর নির্দেশ দেন। - টেলিগ্রাফ নির্বাচনে লড়তে চান ফের নির্বাচনের মাঠে নামতে চান ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ। বুধবার তিনি প্রার্থী হিসেবে নাম নিবন্ধন করেন। তিনি একজন কট্টরপন্থী হিসেবে সুপরিচিত। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন না পাওয়ায় তিনি গতবারের নির্বাচনে দাঁড়াতে পারেননি। ৬০ বছর বয়সী আহমদিনেজাদের আগে ২০০৫ থেকে ১৩ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তার সময় পরমাণু ইস্যুতে পশ্চিমের সঙ্গে ইরানের বিবাদ তুঙ্গে ওঠে। -এএফপি
×