ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হিটলারের অপরাধ খাটো করে দেখিয়ে দুঃখ প্রকাশ করলেন হোয়াইট হাউসের মুখপাত্র

প্রকাশিত: ০৩:৫০, ১৩ এপ্রিল ২০১৭

হিটলারের অপরাধ খাটো করে দেখিয়ে দুঃখ প্রকাশ করলেন হোয়াইট হাউসের মুখপাত্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার মঙ্গলবার হোয়াইট হাউসে দৈনন্দিন সংবাদ সম্মেলনকালে বলেছিলেন, জার্মানির সাবেক একনায়ক হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি। তার এই বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠায় তিনি এমন ‘অসংবেদনশীল’ মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। খবর এএফপির। বলা হয়ে থাকে, হিটলারের শাসনকালে নাৎসিদের গ্যাস চেম্বারে লাখ লাখ ইহুদীকে হত্যা করা হয়। স্পাইসারের মন্তব্যে ওই ইতিহাস উপেক্ষিত হওয়ায় তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অন্যান্য মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। বিরূপ প্রতিক্রিয়ার মুখে পরে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান স্পাইসার। টিভি চ্যানেল সিএনএনকে তিনি বলেন, ভুলবশত তিনি ওই কথা বলে ফেলেছেন। ওই দিনের সংবাদ সম্মেলনে তিনি ৪ এপ্রিল সিরিয়ার রাসায়নিক হামলা নিয়ে কথা বলেন। যাতে প্রায় ১শ’ জন মারা যায়। হামলার জন্য যুক্তরাষ্ট্র সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করে। এক প্রশ্নের জবাবে স্পাইসার বলেন, ‘আপনারা হিটলারের মতো খারাপ লোকের কথা জানেন, এমনকি তিনিও রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি।’ এ সময় এক সাংবাদিক তাকে বক্তব্য স্পষ্ট করার অনুরোধ করলে তিনি বলেন, ‘আমি মনে করি সারিন গ্যাসের কথা বিবেচনা করলে, আসাদ যেভাবে নিজের জনগণের ওপর গ্যাসটি ব্যবহার করেছেন তিনি (হিটলার) তা করেননি।’ ইতিহাস বইয়ের তথ্য অনুযায়ী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নাৎসি বাহিনী ৬০ লাখ ইহুদীকে হত্যা করে।
×