ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কানসাস উপনির্বাচনে রিপাবলিকানদের কষ্টকর জয়

প্রকাশিত: ০৩:৪৯, ১৩ এপ্রিল ২০১৭

কানসাস উপনির্বাচনে রিপাবলিকানদের কষ্টকর জয়

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর কানসাসের প্রথম উপনির্বাচনে রিপাবলিকান প্রার্থী জয়লাভ করেছে। এতে ট্রাম্পসহ পুরো রিপাবলিকান দল খুব উচ্ছ্বসিতÑ তবে এই নির্বাচনের মাধ্যমে জয়ী দলটি এক আগাম সঙ্কেত লাভ করেছে আর তা হলো ভবিষ্যতে এ রাজ্যে বা অন্য কোথাও রিপাবলিকানদের জয়লাভ করা দুরূহ হবে। কেননা, দুই দশকের বেশি সময় ধরে কানসাস রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। প্রেসিডেন্ট নির্বাচনে এখানে ট্রাম্প ২৭ পয়েন্টে এগিয়ে ছিলেন। কিন্তু এবার রিপাবলিকান প্রার্থী মাত্র ৮ শতাংশ বেশি পেয়ে জয়লাভ করেন। তবে রিপাবলিকান দলের নীতি নির্ধারকগণ আগেভাগেই আঁচ করতে পেরেছিলেন যে, কানসাসের নির্বাচন জটিল হতে পারে। তাই তারা এই রাজ্যে নির্বাচনী ব্যয় বরাদ্দ অনেক বেশি বাড়িয়ে দিয়েছিলেন, টেলিফোনে ভোট প্রার্থনা করে ট্রাম্পের অটোমেটেড ফোন কথা জুড়ে দেয়া হয়। এছাড়াও রিপাবলিকান দলের সিনেটর ট্রেড ক্রুজকে কানসাসের রিপাবলিকান প্রার্থী রন এস্টেস এর পক্ষে সার্বক্ষণিক প্রচারণার জন্য পাঠানো হয়। ট্রেড ক্রুজ এক সমাবেশে বলেন, আত্মতৃপ্তি আমাদের সবচেয়ে বড় শত্রুÑ সমগ্র দেশের দৃষ্টি এখন কানসাসের প্রতি নিবন্ধ। তাই বুঝে শুনে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ট্রাম্পের অধঃগামী জনপ্রিয়তা কানসাসের অজনপ্রিয় গবর্নর ‘স্যাম ব্রাউন ব্যাকের বিতর্কিত কর্মকা- সত্ত্বেও সেখানের উপনির্বাচনে রিপাবলিকান প্রার্থী রন এস্টেস জয় লাভ করায় স্পীকার পল রায়ান তাকে উচ্ছ্বসিত অভিনন্দন জানিয়েছেন। আগামী সপ্তাহে জর্জিয়াতে আরেকটি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানের ফলাফল কী হয় সেদিকেই সবার কৌতূহলী দৃষ্টি। -এএফপি
×