ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী বৈঠক আজ

প্রকাশিত: ০৯:০০, ১২ এপ্রিল ২০১৭

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরী বৈঠক আজ

বিশেষ প্রতিনিধি ॥ আজ বুধবার আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ জরুরী বৈঠকে বসছে। সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর সরকারী বাসভবন গণভবনে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে কুমিল্লা সিটি কর্পোরেশনসহ বিভিন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরোধিতাকারী, দলীয় শৃঙ্খলা অমান্যকারী ও দলের বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক সাংগঠনিক সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দলে শুদ্ধি অভিযান চালানোর জন্য দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা স্ব স্ব বিভাগের দলীয় শৃঙ্খলা ভঙ্গকারী ও দলীয় প্রার্থীদের পরাজয়ের নেপথ্যে ভূমিকা রাখা তৃণমূল নেতাদের একটি তালিকা প্রস্তুত করেছে। আজকের বৈঠকে তা উপস্থাপন করা হতে পারে। স্বার্থবিরোধী কোন চুক্তি হয়নি- ড. হাছান ॥ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে ভারতের সঙ্গে কোন চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়নি। অথচ প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র উদ্যোগে আয়োজিত ‘প্রধানমন্ত্রীর ভারত সফর-সম্পর্কের নতুন দিগন্ত’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর ভারত সফরকে কেন্দ্র করে বিভ্রান্তি না ছড়িয়ে নিজেদের ব্যর্থতা স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চাইতে বিএনপির প্রতি আহ্বান জানান। সংগঠনের সভাপতি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু।
×