ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আট বিষয়ের ওপর গুরুত্বারোপ স্বাচিপের

প্রকাশিত: ০৮:৫৯, ১২ এপ্রিল ২০১৭

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আট বিষয়ের ওপর গুরুত্বারোপ স্বাচিপের

স্টাফ রিপোর্টার ॥ দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদফতরসমূহ, হাসপাতাল ও প্রশাসন-প্রশাসনিক বিন্যাসে আন্তঃযোগাযোগ সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সক্ষমতা থাকতে হবে। সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের সদিচ্ছা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা থাকতে হবে। আর্থিক ব্যবস্থাপনা-বরাদ্দ, সুষ্ঠু ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ আটটি বিষয়ের ওপর গুরুতারোপ করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত স্বাস্থ্য সেবা : মান উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা শীর্ষক গোলটেবিল বৈঠকে চিকিৎসক নেতৃবৃন্দ এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকে স্বাচিপ সভাপতি অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলান, মহাসচিব অধ্যাপক এ এম আজিজ, বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে স্বাচিপ মহাসচিব অধ্যাপক ডাঃ এ এম আজিজ দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে আটটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই আটটি বিষয়ে গুরুত্বারোপ করতে পারলে বর্তমান সময়ে স্বাস্থ্য খাতে যেসব অর্জন রয়েছে তা টেকসই ও অধিকতর কার্যকর করা সম্ভব হবে। সামগ্রিক বিষয়ে বিএমএ’র সাবেক সভাপতি অধ্যাপক ডাঃ মাহমুদ হাসান বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা সংক্রান্ত যেকোন বিষয়ের সিদ্ধান্ত গ্রহণের জন্য কেন্দ্রীয় পর্যায়ের দ্বারস্থ হতে হয়, যা অত্যন্ত সময়সাপেক্ষ। অথচ এসব সিদ্ধান্ত গ্রহণের ব্যবস্থা প্রান্তিক পর্যায়ে থাকলে রোগীদের ভোগান্তি কমানো সহজ হবে। পাশাপাশি সমস্যা সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হবে।
×