ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুলশান কূটনৈতিক এলাকার সব ফুটপাথ দখলমুক্ত করা হবে ॥ মেয়র আনিসুল

প্রকাশিত: ০৮:৪৯, ১২ এপ্রিল ২০১৭

গুলশান কূটনৈতিক এলাকার সব ফুটপাথ দখলমুক্ত করা হবে ॥  মেয়র আনিসুল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকার সব ফুটপাথ দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। এজন্য তিনি গুলশানের ডিপ্লোম্যাটিক জোনে অবস্থি অস্ট্রেলিয়া, রাশিয়া, জার্মানি, সৌদি আরবসহ বিভিন্ন দেশের দূতাবাস কর্তৃপক্ষকে তাদের পার্শ্ববর্তী ফুটপাথ এবং রাস্তা থেকে বিভিন্ন প্রতিবন্ধকতা সরিয়ে নিয়ে জনগণের ফুটপাথে চলাচলের অধিকার ফিরিয়ে দিতে অনুরোধ জানিয়েছেন। মঙ্গলবার সকালে ইতালি ও পাকিস্তান দূতাবাসের পার্শ্ববর্তী ফুটপাথ থেকে কংক্রিটের প্ল্যান্টার ব্লক সরিয়ে নেয়ার কাজ পরিদর্শনকালে তিনি এ অনুরোধ জানান। এ সময় ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাঈদ আনোয়ারুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মোঃ সাজিদ আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন। কূটনৈতিক পল্লীর উদ্দেশে মেয়র বলেন, আপনাদের নিরাপত্তার বিষয়টি নগরপিতা হিসেবে আমি সর্বাগ্রে নিশ্চিত করতে সচেষ্ট। কিন্তু তাই বলে জনগণের রাস্তা বা ফুটপাথে তারা চলতে পারবে না এটা কোনভাবেই গ্রহণযোগ্য নয়। ফুটপাথ দখল করে যেসব স্থাপনা বা ব্লক নির্মাণ করা হয়েছে সেগুলো সরিয়ে নিতে হবে। এজন্য সবাইকে তিন মাস আগেই চিঠি দেয়া হয়েছে।
×