ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কবি শান্তনু কায়সার আর নেই

প্রকাশিত: ০৮:০৮, ১২ এপ্রিল ২০১৭

কবি শান্তনু কায়সার আর নেই

স্টাফ রিপোর্টার ॥ কবি ও লেখক শান্তনু কায়সার আর নেই (ইন্নালিল্লাহি...রাজিউন)। মঙ্গলবার রাতে তিনি ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। গত ১৭ মার্চ তিনি অসুস্থ হয়ে পড়লে শান্তনু কায়সারকে দ্রুত কুমিল্লার একটি হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানান, তিনি হার্ট এ্যাটাক করেছেন। তখন সঙ্গে সঙ্গে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। অবস্থার খানিকটা উন্নতি হলে দুদিন পর তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়। তারপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। শান্তনু কায়সার ১৯৫০ সালের ৩০ ডিসেম্বর চাঁদপুরের ফরিদপুর উপজেলার সাচনামেঘ (সাজনমেঘ) গ্রামে সিরাজুল হক ও মাকসুদা খাতুন দম্পতির ঘরে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগ থেকে স্নাতকোত্তর শেষে অধ্যাপনাকে জীবনের ব্রত হিসেবে নেন। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শেষে অবসরের পর তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। সাহিত্যে অবদানের জন্য শান্তনু কায়সার প্রত্যাশা (সাহিত্য) পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পুরস্কার ও অদ্বৈত সম্মাননাসহ অসংখ্য স্বীকৃতি পুরস্কারে ভূষিত হন।
×