ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রুমেল খান

জাতীয় মহিলা হকি দল গঠনে উদাসীনতা

প্রকাশিত: ০৫:৪৫, ১২ এপ্রিল ২০১৭

জাতীয় মহিলা হকি দল গঠনে উদাসীনতা

পুরুষ হকির বিভিন্ন আসর মোটামুটি নিয়মিতই হয় বাংলাদেশে। তবে সে তুলনায় মহিলা হকির আসর অনুষ্ঠিত হয় না বললেই চলে। যাকে বলে বিন্দুতে সিন্ধু। বিস্ময়কর ব্যাপার হচ্ছেÑ দীর্ঘ ৩০ বছর পর দ্বিতীয়বারের মতো মহিলা হকি মাঠে গড়িয়েছিল ১৯৭৭ সাল। গঠিত হয়েছিল ওম্যান্স উইং হকি দল। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে মেয়েদের প্রথম কোন হকি দল। সে দলে ছিলেন লাভলী, পুতুল, খুকী, হামিদা, মিউরেল, নাসিমা, কস্তরী, শাকিলা, ডলি ক্রুজসহ আরও অনেকে। তাদের সময়ে অনেক উৎসাহ-উদ্দীপনা নিয়ে ঢাকায় মওলানা ভাসানী স্টেডিয়ামে ঘাসের মাঠে গড়িয়েছিল হকি প্রতিযোগিতা। চলেছিল ১৯৮২ পর্যন্ত। সেই শেষ। তারপর কালের গর্ভে হারিয়ে যায় ৩০টি বছর। মহিলা হকিও হারিয়ে যায় দৃশ্যপটের অন্তরালে। না, একেবারেই হারায়নি। ২০১২ সালের মে মাসে আবারও মাঠে গড়ায় জাতীয় মহিলা হকির তৃতীয় আসর। অংশ নিয়েছিল ৯টি দল। এরপর আরও ২/১টি আসর অনুষ্ঠিত হয়েছে। তারপর আর কোন খবর নেই। অবশ্য সম্প্রতি বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে) ঘোষণা দিয়েছে জাতীয় নারী হকি চ্যাম্পিয়নশিপ শুরু হবে আগামী মাসে। ১৬ জেলা অংশ নেবে এই টুর্নামেন্টে। দলগুলোকে আর্থিক সহযোগিতার পাশাপাশি খেলার সরঞ্জাম দেবে টুর্নামেন্ট কমিটি। এদিকে টুর্নামেন্ট কমিটি ৪৯ সদস্য থেকে কমিয়ে ১৫ সদস্য করা হয়েছে। মহিলা হকি নিয়ে ক্রীড়াপ্রেমীরা প্রশ্ন তুলেছেনÑ আজ পর্যন্ত আমাদের কোন জাতীয় মহিলা হকি দল গঠন করা হয়নি। ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক সত্য। মাঝে মধ্যে ফেডারেশন নামমাত্র কয়েকটা জেলা নিয়ে শুধু টুর্নামেন্ট করেই দেশের মহিলা হকি নিয়ে তাদের সব দায়িত্ব সারে। বাহফে র‌্যাঙ্কিংয়ে এগুতে চায়। কিন্তু তারা কি জানে, মহিলা হকি নিয়ে আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) অনেক লোভনীয় প্রস্তাব আছে। একটি দেশের পুরুষ জাতীয় দলের পাশাপাশি যদি মহিলা হকি দল থাকে তাহলে আন্তর্জাতিক হকি র‌্যাঙ্কিংয়ে রেটিংয়ে অতিরিক্ত কিছু বোনাস পয়েন্ট পাওয়া যায়। এছাড়া মহিলা হকি দল গঠন করতে পারলে এফআইএইচ থেকে বাহফে অনেক বিশেষ অনুদানও পেতে পারে। বাংলাদেশ জাতীয় মহিলা হকি দল গঠনের জন্য সবার আগে সব ক্লাবের অংশগ্রহণে প্রিমিয়ার মহিলা হকি লীগ আয়োজন করতে হবে (যেটি আজ পর্যন্ত হয়নি)। এছাড়া জাতীয় চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট করলে সেখানে দেশের ৬৪ জেলা মহিলা হকি দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দলবদলে আগ্রহী বাহফে ॥ এশিয়া কাপের আগে লীগ না হলেও অন্তত দলবদলে আগ্রহী ফেডারেশন। খেলোয়াড়দের কথা চিন্তা করে এ বছর প্রিমিয়ার লীগের দলবদল করার কথা ভাবছেন সাধারণ সম্পাদক। দলবদলের জন্য ক্লাবগুলোকে নিয়ে আগামী দশদিনের মধ্যেই আলোচনায় বসবে বাহফে। জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড় জার্মানিতে লীগ খেলতে যাওয়ায় দীর্ঘমেয়াদী ক্যাম্পের পরিকল্পনা নেই ফেডারেশনের। এশিয়া কাপের আগে প্রিমিয়ার লীগ নয়। কিছুদিন আগেই সাফ জানিয়ে দিয়েছে হকি ফেডারেশন। তাই দলবদল নিয়েও হতাশায় ভুগছিল দেশের হকি খেলোয়াড়রা। তবে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক জানিয়েছেন এশিয়া কাপের আগেই দলবদল করা হবে। অন্যদিকে ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড টু’তে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণও অনুসন্ধান করে দেখবে ফেডারেশন। পাঁচ কোটি টাকার তহবিল সংগ্রহ ॥ এশিয়ার সর্বোচ্চ হকি আসরকে সামনে রেখে পাঁচ কোটি টাকার তহবিল সংগ্রহে নামবে দেশের হকির নিয়ন্তা সংস্থা। যথাসময়ে নির্বাচনের ব্যাপারেও মতৈক্যে পৌঁছেছে গবর্নিং বডি। হকি ওয়ার্ল্ড লীগের দ্বিতীয় রাউন্ডে স্পন্সরদের প্রতিশ্রুত অর্থ না পাওয়ায় ভাঙ্গতে হয়েছিল ফেডারেশনের এফডিআর। কমিটির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ ছিলÑ একক হস্তক্ষেপে সাব-কমিটি ভাঙ্গার। এসব বিষয়ে উত্তপ্ত ছিল গবর্নিং বডির সভা। তবে বৈঠকে সভাপতি নিজে প্রতিশ্রুতি দিয়েছেন বাকি ৫০ লাখ টাকা প্রাপ্তির। সঙ্গে সিদ্ধান্ত হয়েছে টুর্নামেন্ট কমিটি বহাল রাখার। যাকে নিয়ে এত আলোচনা সেই সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনীর অনুপস্থিত ছিলেন সভায়। উড়ে গেছে এ্যাডহক কমিটি গঠনের প্রস্তাবনাও।
×