ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম মেডিক্যালের প্রথম উপাচার্য অধ্যাপক ইসমাইল

প্রকাশিত: ০৫:৪৩, ১২ এপ্রিল ২০১৭

চট্টগ্রাম মেডিক্যালের  প্রথম উপাচার্য  অধ্যাপক ইসমাইল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য হিসাবে নিয়োগ পেলেন অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল খান। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আবদুল হামিদ তাকে এ পদে নিয়োগ দেন। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অধ্যাপক ডাঃ মোঃ ইসমাইল খানের জন্ম চট্টগ্রামের মীরসরাই উপজেলার মধ্যম মঘাদিয়া গ্রামে। তিনি ১৯৭৫ সালে মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৭৭ সালে এইচএসসি উত্তীর্ণের পর চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৯৮৪ সালে এমবিবিএস ডিগ্রী অর্জনের পর তিনি সরকারী চাকরিতে যোগ দেন। ১৯৮৮ সালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে প্রভাষক হিসাবে তার শিক্ষকতা জীবন শুরু হয়। সিডনি ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে তিনি মেডিক্যাল এডুকেশনে পোস্ট-গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি তিন বছর শিক্ষকতা করেন মালয়েশিয়া ইউনিভার্সিটি অব সায়েন্সে। এছাড়া, তিনি ঢাকা মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রধান এবং উপাধ্যক্ষের দায়িত্বও পালন করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের নির্বাচিত ডিন হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন এ শিক্ষাবিদ। একদা রাজনীতিতে সক্রিয় ডাঃ মোঃ ইসমাইল খান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন এবং সংশ্লিষ্ট ছিলেন বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) সঙ্গেও।
×