ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কুমিল্লা-খুলনা-রংপুর জোনের আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত হচ্ছে

প্রকাশিত: ০৫:৩৯, ১২ এপ্রিল ২০১৭

কুমিল্লা-খুলনা-রংপুর জোনের আঞ্চলিক মহাসড়ক প্রশস্ত হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ কুমিল্লা, খুলনা ও রংপুর জোনের আঞ্চলিক মহাসড়কগুলো আরও প্রশস্ত করতে আলাদা তিনটি প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পগুলো মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদিত হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ তিনটিসহ মোট আট প্রকল্পে অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ২৮৯ কোটি টাকা। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন। পরিকল্পনামন্ত্রী জানান, অনুমোদিত আট প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে যোগান দেয়া হবে ২ হাজার ৪১২ কোটি টাকা। বাস্তবায়নকারী সংস্থা থেকে পাওয়া যাবে ৩৫ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে আসবে ৮৪২ কোটি টাকা। মুস্তফা কামাল বলেন, ভবিষ্যতে সারা দেশের পুলিশের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বড় পরিসরে একটি প্রকল্প গ্রহণ করার জন্য সভায় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, প্রয়োজনে ধাপে ধাপে ওই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এছাড়াও সভায় সরকারের সকল কর্মচারীর জন্য শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার ইচ্ছাও প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন বলে জানান পরিকল্পনামন্ত্রী। সভায় খুলনা অঞ্চলের চার জেলার ১২৬ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ ও প্রশস্ত করতে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (খুলনা জোন)’ শীর্ষক প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। মন্ত্রী বলেন, এ প্রকল্পটির মাধ্যমে খুলনা সদর ও ডুমুরিয়া, বাগেরহাট সদর, ফকিরহাট, কচুয়া ও মোড়েলগঞ্জ, সাতক্ষীরা সদর ও তালা এবং কুষ্টিয়া সদর, কুমারখালী ও খোকসা উপজেলার মধ্যে নিরবচ্ছিন্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করা হবে। এ প্রকল্পটি ২০১৯ সালের মধ্যে প্রায় ৬০০ কোটি টাকায় বাস্তবায়ন করা হবে। সভায় সড়ক উন্নয়নে অনুমোদন পাওয়া আরেক প্রকল্প হচ্ছে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (কুমিল্লা জোন)’ শীর্ষক প্রকল্প। এ প্রকল্পটির মাধ্যমে কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর ও লক্ষ্মীপুরের বিভিন্ন উপজেলার মধ্যে ১৬৮ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণের পাশাপাশি প্রশস্তকরণ করা হবে। এতে ব্যয় হবে ৪৭৬ কোটি টাকা। সভায় আঞ্চলিক মহাসড়ক উন্নয়নে অনুমোদন পাওয়া তৃতীয় প্রকল্প হচ্ছে ‘গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ (রংপুর জোন)’ প্রকল্প। এ প্রকল্পটির মাধ্যমে বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা এবং ঠাকুরগাঁও জেলার ৮ উপজেলার ১০৫ কিলোমিটার সড়ক যথাযথ মানে উন্নীতকরণের পাশাপাশি প্রশস্ত করা হবে। উপজেলাগুলো হলোÑ বগুড়ার সদর, কাহালু ও শিবগঞ্জ, জয়পুরহাট সদর ও কালাই, গাইবান্ধা সদর ও পলাশবাড়ী এবং ঠাকুরগাঁও সদর উপজেলা। এ প্রকল্পে মোট ব্যয় হবে ৫৯৮ কোটি টাকা। অনুমোদিত অন্যান্য প্রকল্প ॥ সভায় অনুমোদন পাওয়া অন্য প্রকল্পগুলো হচ্ছেÑ ‘উপকূলীয় শহর পরিবেশগত অবকাঠামো প্রকল্প (১ম সংশোধিত)’, এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৭ কোটি ৫১ লাখ টাকা। ‘রাজশাহী মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন প্রকল্প’, এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭৩ কোটি টাকা। ‘কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট-মিঠামইন সড়ক উন্নয়ন প্রকল্প’, এর ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩৩ কোটি টাকা। ‘বরিশাল মেট্রোপলিটন ও খুলনা জেলা পুলিশ লাইন নির্মাণ প্রকল্প’, এর ব্যয় ধরা হয়েছে ১৫২ কোটি টাকা। ‘ময়মনসিংহ ও গোপালগঞ্জে দুটি স্বয়ংসম্পূর্ণ ১০ কিলোওয়াট এফএম বেতার কেন্দ্র স্থাপন প্রকল্প’, এর ব্যয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা।
×